ভারতে বিমান শিল্পে সংকট, ইন্ডিগো ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে
  2020-07-21 10:55:02  cri

জুলাই ২১: ভারতের গণমাধ্যমে বলা হয়, দেশটির বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স তাদের মোট কর্মীর দশ শতাংশ ছাঁটাই করবে। ইন্ডিগো কোম্পানির সিইও রনজয় দত্ত গতকাল (সোমবার) জানান, কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতি মোকাবিলায় তাদের এ সিদ্ধান্ত।

বিবৃতিতে বলা হয়, বর্তমান অবস্থা অনুযায়ী কোম্পানি অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার জন্য ১০ শতাংশ কর্মী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইন্ডিগোতে মোট ২৩ হাজার কর্মী রয়েছেন। বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় কম খরচের এয়ারলাইন্স কোম্পানি ইন্ডিগো। গত মার্চ মাসে ইন্ডিগো সব ঊর্ধ্বতন কর্মকর্তার বেতন ২৫ শতাংশ কমিয়ে দেয়। বর্তমান সিদ্ধান্তের কারণে প্রায় আড়াই হাজার মানুষ চাকরি হারাবেন।

(ইয়াং/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040