'দুঃখের শহর'
  2020-07-20 14:25:09  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে সিঙ্গাপুরের কন্ঠশিল্পী আদু'র পরিচয় দেবো। আদু'র আসল নাম দু ছেং ই। তিনি ১৯৭৩ সালের ১১ মার্চ সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। বিনোদনজগতে প্রবেশ করার আগে তিনি একজন নির্মাণশ্রমিক ছিলেন। কোনো একদিন তিনি বন্ধুর সঙ্গে একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর বিচারকদের নজরে পড়েন। এরপর তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ২০০২ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'শেষ পর্যন্ত লাঠি' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আদু'র কন্ঠে 'শেষ পর্যন্ত লাঠি' শীর্ষক গান। ২০০২ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৭ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১০ সালে তিনি চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। তিনি চতুর্থ অ্যালবামটি দিয়ে সিসিটিভি'র আয়োজিত সংগীত প্রতিযোগিতার সবচেয়ে ভালো কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বেইজিং তোমায় অভিনন্দন জানায়' শীর্ষক গান। তিনি বেশ কয়েক জন কন্ঠশিল্পীর সঙ্গে গানটি গেয়েছেন। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আদু'র কন্ঠে 'বেইজিং তোমায় অভিনন্দন জানায়' শীর্ষক গান। ২০১২ সালে তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি নিয়মিতভাবে টিভি শোতে অংশ নেন। ২০১৮ সালের ৫ নভেম্বরে তিনি ছয় বছর পর পুনরায় নতুন অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বিদায়' শীর্ষক গান। গানটি ২০০২ সালের ১২ এপ্রিলে প্রকাশিত হয়। গানটি তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত আছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আদু'র কন্ঠে 'বিদায়' শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'যে সমুদ্র' শীর্ষক গান। গানটি ২০০২ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: তুমি কতোক্ষণ যে সমুদ্র দেখোনি!? এখন তুমি নিজেকে বুঝো কি? সর্বদা হারতে অস্বীকার করো তুমি। তোমার সামনের ভবিষ্যত্ কেমন? আমাদের অতীত নিয়ে ভাবছি। এসব স্মৃতি সবই দীর্ঘশ্বাস। আশা করি, সামগ্রীক বন্ধু হয়ে উঠতে পারব। আর তোমার অতীত।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আদু'র কন্ঠে 'যে সমুদ্র' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সেই কয়েক বছর' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০২ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: বন্ধু আমার কাছ থেকে চলে গেছে কয়েক বছর হলো। দুঃখের বিষয় বিবেচনা করবে না। শান্ত সময় কাটাবে। তুমি আমার কাছে থাকতে কয়েকটি বছর দ্রুত চলে গেছে। ভালবাসা পরিবর্তন হবে না। আমার দুঃখ লাগে যে, ভালবাসা সত্য না। আমার কোনো কিছু পরিবর্তন হয়নি।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আদু'র কন্ঠে 'সেই কয়েক বছর' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ছাড় দেওয়া' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৩ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: সড়কে দাঁড়িয়ে থাকি ভোর পর্যন্ত। এখনো আমি তোমাকে সহায়তা করতে চাই। কিন্তু তুমি মিথ্যা কথা বলো। তুমি এখনো এতো সুন্দর! আমার চিঠি টেবিলে রেখে দাও। তোমার বর্ণনা এতো দীর্ঘ। এ রাতে তুমি কার জন্য মেকআপ করবে? আমি এতো সাহসী নই। কিন্তু হাসা বন্ধ করিনি। আমি ভান করেছিলাম যে কিছুই হয়নি। শুধুমাত্র দুঃখের গান গাই।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040