আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র মহাপরিচালক তেদ্রোস আদহানম কোভিড-১৯ সম্পর্কে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ৩০ জুন চীন প্রথম কোভিড-১৯ আক্রান্তের তথ্য জানানোর পর ছয় মাস পার হয়েছে। এখন বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত এক কোটি মানুষ রয়েছে; মারা গেছে ৫ লাখ মানুষ। বিশ্বের সবাইকে এ থেকে শিক্ষা নিতে হবে, ভুল পর্যালোচনা করতে হবে এবং জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ, কোভিড-১৯ মহামারী শেষ হতে অনেক সময় লাগবে।
তিনি বলেন, ছয় মাস আগে কেউ ভাবতে পারেনি যে, কোভিড-১৯ ভাইরাস বিশ্ব ও জীবনকে বিশৃঙ্খল করতে পারে। কোভিড-১৯ মহামারীর সময় মানবজাতির সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ বিষয় দেখা গেছে। একদিকে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানিয়ে নেওয়ার ক্ষমতা, সৃষ্টিশীলতা, একতা, বন্ধুত্ব ও দয়ালু আচরণ। অন্যদিকে আমরা দেখেছি অপবাদ আরোপ, মিথ্যা সংবাদ, মহামারী নিয়ে রাজনীতি ইত্যাদি।
তিনি জোর দিয়ে বলেন, আগামী কয়েক মাসে সব দেশকে ভাইরাসের সঙ্গে সহাবস্থান করতে হবে। এটি একটি নতুন স্বাভাবিক অবস্থায় পরিণত হবে। যদিও অনেক দেশ কোভিড-১৯ প্রতিরোধে বেশ অগ্রগতি অর্জন করেছে, তারপরও বিশ্বব্যাপী মহামারী প্রাদুর্ভাবের গতি বাড়ছে। তা নির্মূল হতে অনেক সময় লাগবে। তিনি আরও জানান, শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জোর দিয়ে বলেছে- 'মহামারী নিয়ে রাজনীতি' না করার জন্য। বরং একতা জোরদার করা ও মতভেদ দূর করার আহ্বান জানিয়েছে হু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কোভিড-১৯কে 'কোং ফ্লু' উল্লেখ করেছেন। জবাবে হু'র জরুরি স্বাস্থ্য প্রকল্পের প্রধান মাইক রায়ান বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য প্রকাশের সময় পরস্পরকে সম্মান করা উচিত। হু সব দেশকে নেতিবাচক শব্দ ব্যবহার না করে, যথাযথ সম্মানসূচক ভাষা ব্যাবহারে উত্সাহিত করে।