২০২০ সালের প্রথমার্ধে চীনা শীর্ষনেতার অনলাইন কূটনৈতিক তত্পরতা বিশ্বের কাছে আস্থা যুগিয়েছে
  2020-07-16 19:45:55  cri

২০২০ সালে কোভিড-১৯ মহামারী বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই মহামারীর প্রভাবে আমাদের জগতে গভীর পরিবর্তন চলছে। এতে আরও গভীর অস্থিশীল ও অনিশ্চিত ফ্যাক্টরগুলোর মুখোমুখি হচ্ছে।

এই বিশাল পরিবর্তনশীল যুগে চীনের 'স্থিতিশীলতাকারী' ভূমিকা বেশি উল্লেখযোগ্য হয়ে উঠেছে। ২০২০ সালের প্রথমার্ধে প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিও'র মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন । তিনি দেশ-বিদেশের লোকদের কাছে ২০বারেরও বেশি চিঠির উত্তর দেন। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ইস্যু নিয়ে তিনি ৬০বার করে বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে টেলিফোনে কথোপকথন করেছেন। 'অনলাইনে' চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ব্যস্ত কূটনৈতিক তত্পরতার মধ্য দিয়ে এক বড় রাষ্ট্রের দায়িত্বশীল মনোভাব ফুটে ওঠে। আজকের টপিক অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

সমস্ত পক্ষের সাথে এন্টি-মহামারী অভিজ্ঞতা ভাগ করা, বিশ্ব অর্থনীতির উন্নয়ন পুরুদ্ধার করা এবং মানবজাতির স্বাস্থ্য কমিউনিটি গড়ে তোলাকে এগিয়ে নেয়াসহ বিভিন্ন 'ক্লাউড কূটনীতির' অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁর নেতৃত্ত্বাধীন চীন ইতোমধ্যেই বৈশ্বিক মহামারী প্রতিরোধের গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। এটি বিশ্বের স্থিতিশীল উন্নয়নকে রক্ষাও করেছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040