হো চুন
  2020-07-16 14:24:10  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় এক গায়ক হো চুনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। খুবই আকর্ষণীয় ও অনন্য কণ্ঠ তার বৈশিষ্ট্য। ২০১৪ সালে তিনি নিজের রচিত একটি সুন্দর চীনা বৈশিষ্ট্যময় গান 'চুয়ান চু লিয়ান' প্রকাশ করেন এবং গানটি ব্যাপক জনপ্রিয় হয়। এই গানের জন্য তিনি সবার কাছে পরিচিত হন এবং বার্ষিক শ্রেষ্ঠ গানসহ অনেক পুরস্কার পান। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা একসঙ্গে হো চুনের সুন্দর গান 'চুয়ান চু লিয়ান' শুনবো। গান ১

হো চুন ১৯৯০ সালে চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা হো ফেং চীনের বিখ্যাত সংগীতশিল্পী, তার মাও গায়িকা ছিলেন। বাবা মায়ের প্রভাবে ছোটবেলা থেকেই তিনি সংগীত ও বাদ্যযন্ত্র শেখা শুরু করেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি শাংহাই শহরের বিভিন্ন সংগীত ও বাদ্যযন্ত্র প্রতিযোগিতায় অংশ নেন এবং অনেকবার প্রথম পুরস্কার পান। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হো চু বারে গান গাওয়া শুরু করেন। এক সংগীত কোম্পানি তার সংগীত পছন্দ করে এবং তাকে পেশাদার গায়কে পরিণত করে।

বন্ধুরা, এখন শুনুন হো চুনের কণ্ঠে একটি সুন্দর গান 'সে যেন একটি স্বপ্ন'। গান ২

২০১২ সালে হো চুন চীনের টিভি সংগীত অনুষ্ঠান 'এশিয়ান ওয়েভে' অংশগ্রহণ করেন। এটি ছিল তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। ২০১৪ সালে তিনি সংগীত অনুষ্ঠান 'চীনের ভালো গানে' অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। অনুষ্ঠানে তার নিজের রচিত গান 'চুয়ান চু লিয়ান' অনেক জনপ্রিয় হয় আর তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। অনুষ্ঠানে হো চুনের গাওয়া চীনা বৈশিষ্ট্যময় গান দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। বন্ধুরা, এখন হো চুনের একটি সুন্দর চীনা বৈশিষ্ট্যময় গান 'শি ওয়াই পেং লাই' শুনুন। গান ৩

২০১৪ সালের জুলাই মাসে হো চুন তার প্রথম অ্যালবাম 'সঠিক' প্রকাশ করেন। অ্যালবামে একটি বিশেষ গান রয়েছে; গানের নাম '৭টি পদ্ম ফুল'। এই গানের সুর ও কথা হো চুনের বাবা রচনা করেছেন; আর তারা একসঙ্গে গানটি গেয়েছেন। পদ্ম ফুল চীনে শান্তি ও মঙ্গলের প্রতীক। তিনি এ গানের মাধ্যমে শান্তি ও বিশ্বপ্রেমের চেতনা তুলে ধরেছেন এবং সবাইকে শুভকামনা জানিয়েছেন।

বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৪

হো চুন তার চীনা বৈশিষ্ট্যময় গানের জন্য পরিচিত। তার গানে শুধু চীনের প্রাচীন বাদ্যযন্ত্র ও প্রাচীন সংগীতের উপাদানই নয়, বরং চীনের সংস্কৃতি, প্রাচীন কবিতা ও দর্শন নিয়ে তার নিজের চিন্তাভাবনা ও ধারণা প্রকাশিত হয়েছে। এটাই তার গানের বৈশিষ্ট্য। বন্ধুরা, এখন শুনুন ২০১৫ সালে প্রকাশিত শিল্পীর একটি সুন্দর গান 'হুয়া ইয়া ছান'। গানটি চীনের বিখ্যাত অপেরা শিল্পী মে লান ফাং-এর স্মরণে তৈরি করা হয়েছে। এটি তার প্রথম চীনা অপেরা পরিবেশনা।

বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৫

সুন্দর চীনা বৈশিষ্ট্যময় গানের পাশাপাশি হো চুন পপ, র‍্যাপসহ বিভিন্ন ধরনের গানও গাইতে পারেন। সম্প্রতি তিনি সংগীতানুষ্ঠান 'আমি গায়ক ও প্রযোজকে' অংশ নেন, বিভিন্ন শৈলীর পারফরমেন্স করেন। তার নতুন ধরনের পারফরমেন্স অনেক জনপ্রিয়তা পায়।

বন্ধুরা, এখন শুনুন অনুষ্ঠানে হো চুনের রচিত একটি পপ গান 'সূর্যাস্তে দৌড়ানো'। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা হো চুনের আরও একটি সুন্দর গান 'ফুল ফোটার মুহূর্ত' শুনবো। গানটি তিনি ও চীনের বিখ্যাত সংগীতশিল্পী লি কু ই একসঙ্গে গেয়েছেন। গানে খুব রোমান্টিক একটি প্রাচীন প্রেমের গল্প বলা হয়।

বন্ধুরা, চলুন একসঙ্গে গানটি শুনি। গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040