ইসলামী সহযোগিতা সংস্থাকে মহামারি প্রতিরোধ সামগ্রী দিয়েছে চীন
  2020-07-15 20:23:33  cri
জুলাই ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বলেছেন, সম্প্রতি চীন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি-কে মহামারি প্রতিরোধ সামগ্রী দিয়েছে। এসব সামগ্রী গতকাল (মঙ্গলবার) সৌদি আরবে চীনা দূতাবাস ওআইসি'র সচিবালয়ে পাঠায়। আজ (বুধবার) অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলন তিনি এ খবর জানান।

হুয়া ছুন ইং বলেন, এসব সামগ্রী ছাড়া বছরের প্রথমার্ধে চীন দ্বিপাক্ষিক চ্যানেলের মাধ্যমে ৫৪টি মুসলিম দেশে ৯ কোটি মাস্ক, ৬০ লাখ ভাইরাস পরীক্ষা কিট, ২ হাজার ভেন্টিলেটর, ১ কোটি প্রতিরক্ষামূলক পোশাক ও গ্লাভস দিয়েছে। এসব দেশের সঙ্গে মহামারি প্রতিরোধ ও চিকিত্সার অভিজ্ঞতা বিনিময় করেছে চীন। তিনি বলেন, চীন অব্যাহতভাবে ইসলামী দেশ ও ওআইসি'র সঙ্গে সহযোগিতা জোরদার করবে এবং হাতে হাত রেখে মহামারি প্রতিরোধ করবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040