যুক্তরাষ্ট্র হংকং ইস্যুতে চীনকে হুমকি দিতে পারে না: সিআরআই সম্পাদকীয়
  2020-07-15 20:15:22  cri
জুলাই ১৭: সিআরআই সম্পাদকীয়তে বলা হয়, সম্প্রতি ইতিবাচক আলোচনা উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে তথাকথিত 'হংকং স্বায়ত্তশাসন আইন' পাস করেছে। এতে হংকংয়ে চীনের জাতীয় নিরাপত্তা আইনকে অপবাদ দেওয়া হয়। এটি গুরুতরভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক সমাজ এজন্য যুক্তরাষ্ট্রকে নিন্দা জানায়।

গত বছর জুন মাস থেকে হংকংয়ে বিদেশি শক্তির উস্কানিতে সহিংস ঘটনা ঘটে। এটি 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি লঙ্ঘন করে এবং জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করে। আন্তর্জাতিক সমাজ মনে করে, হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন সঙ্গতিপূর্ণ। জনগণ একে স্বাগত জানিয়েছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিবিদ হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন। মার্কিন জাতীয় কংগ্রেস ১৯৮৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩০ বছরে ৬০টিরও বেশি তথাকথিত হংকং সম্পর্কিত আইন গ্রহণ করে। এর আসল উদ্দেশ্য হলো হংকংয়ের ক্ষতি করা এবং চীনকে শান্তি দেওয়া।

আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনও দেশ ও গোষ্ঠীর কোনও কারণে অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার নেই। তাই মার্কিন কংগ্রেসে গৃহীত তথাকথিত 'হংকং স্বশাসন আইন' একটি অপ্রয়োজনীয় কাগজ।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040