কোভিড-১৯ মহামারীর সময় চীন-ইউরোপ ট্রেনের সংখ্যা বেড়েছে
  2020-07-15 19:35:47  cri
জুলাই ১৫: এ বছরের প্রথমার্ধে চীন-ইউরোপ পণ্যবাহী ট্রেনের সংখ্যা বেড়েছে। মহামারীর মধ্যে এসব ট্রেন পাঁচ হাজারবারেরও বেশি যাতায়াত করেছে। বিশেষ এ সময় ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এ বিশেষ সময় ট্রেনগুলো ইউরোপের দেশগুলোতে মহামারী-সংক্রান্ত পণ্য পরিবহন বাড়িয়েছে। এসব ট্রেন বিভিন্ন দেশে ভাইরাস প্রতিরোধের কার্যকর চ্যানেলে পরিণত হয়েছে।

মুখপাত্র বলেন, চীনের জাতীয় রেলপথ গোষ্ঠীর প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছরের প্রথমার্ধে মধ্য ইউরোপীয় ট্রেনের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। মোট ৫১২২টি ট্রেন চলাচল করেছে। যা গত বছরের এ সময়ের চেয়ে ৩৬ শতাংশ বেশি। গত জুন মাসে ১১৬৯টি ট্রেন যাতায়াত করেছিল; যা একটি নতুন রেকর্ড।

জানা গেছে, বছরের প্রথমার্ধে এসব ট্রেন ২৭ হাজার টন মহামারী-সংক্রান্ত ত্রাণ পরিবহন করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040