করোনা-প্রতারক রিজেন্ট-সাহেদ গ্রেপ্তার
  2020-07-15 19:13:08  cri

করোনা পরীক্ষায় প্রতারণা মামলার প্রধান আসামী, রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার ভোরে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ইছামতি নদী সংলগ্ন লবঙ্গবতী নদী তীর থেকে তাকে আটক করা হয়। গোঁপ কামিয়ে, চুল ছোট করে, বোরকা পরে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। গ্রেপ্তারের পরপরই তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। পরে উত্তরার ১১ নম্বর সেক্টরে তার গোপন অফিসে অভিযান চালিয়ে দেড় লাখ জাল টাকা উদ্ধার করা হয়। ভুয়া করোনা টেস্টের রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠার পর ৬ জুলাই থেকে তিনি পলাতক ছিলেন।

এদিকে, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রতারক সাহেদের বিরুদ্ধে ৫৯টি মামলা রয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঘন্য অপরাধের জন্য সাহেদ শাস্তি পেতে হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040