আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক রাজনৈতিক পার্টির বহুপক্ষীয় ভিডিও সম্মেলনে সিপিসি'র অংশগ্রহণ
  2020-07-15 17:16:31  cri
জুলাই ১৫: 'কোভিড-১৯ মহামারীর পটভূমিতে আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল রাজনৈতিক শক্তির ভূমিকা' শীর্ষক বহুপক্ষীয় ভিডিও সম্মেলন গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড রাশিয়ান পার্টির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এশিয়া, আফ্রিকা ও ইউরোপসহ ১০টিরও বেশি দেশের রাজনৈতিক পার্টির প্রধানরা এ সম্মেলনে অংশ নেন। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক সুং থাও সিপিসি'র প্রতিনিধি হিসেবে এ সম্মেলনে বক্তব্য দিয়েছেন।

সুং থাও বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি জন-নিরাপত্তা ও সুস্থতাকে অগ্রাধিকার দিয়েছে। মহামারীর প্রতিরোধে কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক মহামারী রোধেও অংশ নিয়েছে চীন। বিভিন্ন দেশের রাজনৈতিক পার্টির সঙ্গে ন্যায্য ও সুসংহত আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি গড়ে তুলতে সিপিসি'র আগ্রহের কথা জানান তিনি।

এসময় ইউনাইটেড রাশিয়ান পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে চীনের লড়াইয়ে অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040