ফাইভ জি উন্নয়নে হুয়াওয়েই'র প্রযুক্তি ব্যবহার বন্ধ করলে ব্রিটেনের ডিজিটাল উন্নয়নের গতি কমে যাবে: হুয়াওয়েই
  2020-07-15 17:15:50  cri
জুলাই ১৫: ব্রিটেনের ফাইভ জি উন্নয়নে হুয়াওয়েই'র প্রযুক্তি ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। এ সম্পর্কে গতকাল (মঙ্গলবার) চীনের হুয়াওয়েই কোম্পানি জানায়, এই সিদ্ধান্ত হতাশাজনক, এটি ব্রিটেনের ডিজিটাল বিকাশকে ধীর গতির করে দেবে বলে আশঙ্কা করে হুয়াওয়েই।

হুয়াওয়েই'র ব্রিটেনের মুখপাত্র এডওয়ার্ড ব্রিউস্টার বলেন, এ সিদ্ধান্ত খুবই দুঃখজনক। এটি ব্রিটেনের সব মোবাইলফোন গ্রাহকের জন্য খারাপ খবর। এতে ভোক্তাদের ব্যয় বাড়বে। এতে ব্রিটেনের উন্নয়নের মানও কমে যাবে। এ সিদ্ধান্ত পুনরায় বিবেচেনা করতে ব্রিটিশ সরকারকে তাগিদ দেয় হুয়াওয়েই কোম্পানি।

তিনি বলেন, ব্রিটেন হুয়াওয়েই'র উন্নয়নের সম্ভাবনা নিয়ে রাজনীতি করছে। এটি নিরাপত্তা নয়, বরং মার্কিন বাণিজ্যনীতির সঙ্গে জড়িত!

এর আগে গত ৬ জুলাই, ব্রিটেনে চীনা রাষ্ট্রদূত লিউ সিয়াও মিং বলেছিলেন, ব্রিটেন যদি হুয়াওয়েইকে বহিষ্কার করে, তাহলে প্রথমে নিজের উন্মুক্ত, অবাধ, স্বচ্ছ ও ব্যবসায়িক পরিবেশের ভালো দৃষ্টিভঙ্গি নষ্ট হবে। তারপর নিজের স্বাধীন দেশের মনোভাবও নষ্ট হবে। এরপর ব্রিটেনে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো নেতিবাচক সংকেত পাবে। এতে মৌলিক আস্থার সংকট দেখা দেবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040