যুক্তরাষ্ট্রের সিনচিয়াং-সংক্রান্ত ঘোষণায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া
  2020-07-15 17:15:05  cri

জুলাই ১৫: সম্প্রতি যুক্তরাষ্ট্র 'সিনচিয়াংয়ের সঙ্গে ব্যবসায়িক ঘোষণা' প্রকাশ করেছে। এ বিষয়ে গতকাল (মঙ্গলবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র দৃঢ় বিরোধিতা করেন। মুখপাত্র বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে চীনের শিল্পপ্রতিষ্ঠানের ন্যায্য স্বার্থ রক্ষা করা হবে। গত ১লা জুলাই যুক্তরাষ্ট্র এ ঘোষণা দেয়।

 এ সম্পর্কে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত মানবাধিকার ইস্যু মূলত সেখানে চীনের সন্ত্রাসদমন ও বিচ্ছিন্নতা রোধের পদক্ষেপের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের এ আচরণ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অপবাদ দিয়েছে। চীন এর তীব্র বিরোধিতা করে।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ভুল আচরণ চীন ও মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক সহযোগিতা নষ্ট করেছে। এটি বৈশ্বিক সরবরাহ চেইনের স্থিতিশীলতা ভেঙে দিয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে প্রভাব ফেলবে। এটি চীন, যুক্তরাষ্ট্র ও গোটা বিশ্বের জন্য কল্যাণকর নয়। (ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040