লি ইয়ু ছুন সি ছুয়ান প্রদেশের ছেং তু শহরের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা একজন রেলপুলিশ। তাঁর মা পুরো পরিবারের সবার দেখভাল করেন। তাঁর দাদা সি ছুয়ান বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের প্রফেসর। দাদা তাঁকে ইয়ু ছুন নাম দেন। এর অর্থ: দুনিয়ার বসন্তকালের মতো সবসময় প্রাণচঞ্চল।
বারো বছর বয়সের সময় লি ইয়ু ছুন বোর্ডিং স্কুলে ভর্তি হন। মাধ্যমিক স্কুলের সময় তিনি 'স্কুল সঙ্গীত প্রতিযোগিতা'-য় চ্যাম্পিয়ন হন।
১৮ বছর বয়সের সময় লি ইয়ু ছুন নিজের জীবনের প্রথম কনসার্ট আয়োজন করেন। এরপর তিনি শ্রেষ্ঠ ফলাফল নিয়ে সিছুয়ান কনজাভোটারি অব মিউজিকে ভর্তি হন।
২০০৫ সালে লি ইয়ু ছুন 'সুপার গোল' নামের সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। তিনি এ-কারণে যুক্তরাষ্ট্রের 'টাইম' ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান।
২০০৬ সালে তাঁর প্রথম অ্যালবাম 'রানী ও স্বপ্ন' প্রকাশিত হয়। এই অ্যালবাম বিক্রি হয় প্রায় ১৪ লাখ কপি। একই বছর তিনি নিজের কনসার্টের জন্য একটি ব্রান্ডও স্থাপন করেন, যার নাম হল "WhyMe"।
২০০৭ সালে লি ইয়ু ছুনের অ্যালবাম 'আমার' প্রকাশিত হয় এবং সেই বছর থেকে লি ইয়ু ছুনের দেশব্যাপী ট্যুর কনসার্ট আয়োজিত হয়। তিনি আবারও 'টাইম' ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পান।
২০০৮ সালে লি ইয়ু ছুনের অ্যালবাম 'যুবক চীন' বাজারে আসে। তিনি এমটিভি এশিয়ার সঙ্গীত পুরস্কারের চীনের সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।
২০০৯ সালে লি ইয়ু ছুনের অ্যালবাম 'লি ইয়ু ছুন' প্রকাশিত হয়। ২০১১ সালে তাঁর আরেকটি অ্যালবাম 'নর্তক যুবক' বাজারে আসে।
২০১২ সালে লি ইয়ু ছুন 'উন্মুত্ত না-হলে আমরা বৃদ্ধ হয়ে যাবো' অ্যালবাম প্রকশ করেন। তিনি এই অ্যালবাম নিয়ে বিশ্ব ট্যুর কনসার্টও আয়োজন করেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার 'MAMA' এশিয়ার শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।
২০১৪ সালে লি ইয়ু ছুন '১৯৮৭ সালে আমি কি তোমার সঙ্গে দেখা করতে পারবো?' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। ২০১৭ সালে তিনি 'জনপ্রিয়' নামে অ্যালবাম প্রকাশ করেন এবং পরের বছর 'জনপ্রিয়' নামে কনসার্টও আয়োজন করেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ইয়ু ছুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, শোনা হবে গান। (শুয়েই/আলিম/সুবর্ণা)