আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসাবিধি বাতিল করবে মার্কিন সরকার: আদালত
  2020-07-15 14:28:39  cri
জুলাই ১৫: স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের বোস্টন ফেডারেল আদালত জানায়, হার্ভার্ড ও এমআইটি'র দায়ের করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসাবিধিসম্পর্কিত মামলায় সমঝোতায় পৌঁছেছে দু'পক্ষ। সমঝোতা অনুসারে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসাবিধি বাতিল করবে সরকার।

উল্লেখ্য, গত ৬ জুলাই মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস অফিস (আইসিই) এক ঘোষণায় বলে, ২০২০ সালের শরত্কালীন সেমিস্টারে যারা শুধু অনলাইনে ক্লাস করবেন, তাদেরকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে এবং তাদের অন্যান্য সুবিধাও বাতিল করা হবে। এর বিরুদ্ধে হার্ভার্ড ও এমআইটি আদালতে মামলা দায়ের করে। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040