থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও চীনা প্রেসিডেন্টের ফোনালাপ
  2020-07-15 14:28:11  cri
জুলাই ১৫: গতকাল (মঙ্গলবার) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা'র সাথে ফোনালাপ করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

ফোনালাপে সি বলেন, ভিড-১৯ মহামারী ঘটার পর থেকে এ পর্যন্ত চীন ও থাইল্যান্ড পরস্পরকে সমর্থন দিয়েছে এবং যৌথভাবে মহামারী প্রতিরোধ করেছে। বর্তমানে কোভিড-১৯ মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দু'দেশই বিদেশ থেকে আসা আক্রান্তদের ঝুঁকির সম্মুখীন। এ অবস্থায় থাইল্যান্ডের সাথে মহামারী প্রতিরোধক অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক বেইজিং।

সি বলেন, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির চেতনায় আন্তর্জাতিক সমাজের সাথে বৈশ্বিক মহামারী প্রতিরোধে সহযোগিতা করে যাবে চীন এবং টিকা ও ওষুধের গবেষণাও জোরদার করবে। এটা হবে বিশ্বের জনস্বাস্থ্য রক্ষায় নিজের কর্তব্যপালন।

সি জোর দিয়ে বলেন, চীন ও থাইল্যান্ডের সম্পর্ক সুগভীর। চলতি বছর মহামারী প্রতিরোধে দু'পক্ষের বাস্তব সহযোগিতা অব্যাহতভাবে চলছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যও দ্রুত বৃদ্ধি পেয়েছে। থাইল্যান্ডের সাথে আঞ্চলিক সহযোগিতা সুসংবদ্ধ করে এতদঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে চীন।

জবাবে প্রধানমন্ত্রী প্রায়ুথ বলেন, কোভিড-১৯ মহামারী প্রতিরোধে চীন সরকারের শক্তিশালী নেতৃত্ব ও জনগণকে অগ্রাধিকার দেওয়ার চিন্তাভাবনার প্রশংসা করে তাঁর দেশ। তিনি টিকা গবেষণায় চীনের অর্জিত সাফল্যের প্রশংসা করেন এবং চীনের সাথে টিকা ও ওষুধের গবেষণাকাজে সহযোগিতা জোরদার করার আশা ব্যক্ত করেন।

তিনি বলেন, থাইল্যান্ড ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উপলক্ষ্যে দু'দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ করতে আগ্রহী ব্যাংকক। আর্থ-বাণিজ্য, নব্যতাপ্রবর্তন ও দারিদ্র্যবিমোচন জোরদার করার পাশাপাশি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নে একযোগে কাজ করবে দু'দেশ, যাতে দ্বিপাক্ষিক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নত হয় ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা যায়। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040