মহামারীর বিরুদ্ধে লড়াই ও চীন-দক্ষিণ এশিয়া বেসরকারি মৈত্রী সংস্থা
  2020-07-15 14:22:41  cri

গত সোমবার চীন-দক্ষিণ এশিয়া বেসরকারি মৈত্রী সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গের এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। চীনের বৈদেশিক মৈত্রী সমিতি; দক্ষিণ এশিয়া-চীন মৈত্রী সংস্থা; আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দক্ষিণ এশীয় দেশের বেসরকারি সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবারের ভিডিও-সভায় অংশ নেন। অংশগ্রহণকারীরা নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর বিরুদ্ধে যৌথ-লড়াই, চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ঐক্য ও সহযোগিতার প্রচার, এবং যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নের মতো বিষয়গুলি নিয়ে বন্ধুত্বপূর্ণ সংলাপ ও মতবিনিময় করেন এবং ব্যাপক ঐকমত্যে পৌঁছান।

চীনের বৈদেশিক মৈত্রী সমিতির পরিচালক লিন সুংথিয়েন সভায় বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ের এক সংকটময় মুহূর্তে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে আবারও প্রমাণিত হয় যে, চীনা জনগণ ও দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্ব আন্তর্জাতিক পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বিভিন্ন অসুবিধা কাটিয়ে উঠে উভয় পক্ষ সংহতি ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে। তিনি বলেন,

"আকস্মিক মহামারীর মোকাবিলার এই সময়ে, চীন ও দক্ষিণ এশিয়ার সরকার ও জনগণ পরস্পরকে সাহায্য করছে, পরস্পরকে সমর্থন করছে ও মহামারীর বিরুদ্ধে যৌথ-প্রতিক্রিয়া দেখাচ্ছে। দু'পক্ষ মহামারীর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং তাদের নিজ নিজ দেশ ও অঞ্চলের মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে। এটি এশীয় সংস্কৃতি, এশীয় চেতনা, সংহতি, পারস্পরিক সহায়তা, ব্যক্তিগত শৃঙ্খলা, এবং সম্মিলিত প্রচেষ্টার প্রতীক। এটি বিশ্বে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য উদাহরণ স্থাপন করেছে, এশীয় সমাধান যুগিয়েছে, এবং এশীয় শক্তির প্রতিফলন ঘটিয়েছে।"

অংশগ্রহণকারীরা বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দেশসমূহ ও চীন পরস্পরকে সমর্থন করে আসছে। মহামারীর বিরুদ্ধে চীনের লড়াইয়ের কঠিন সময়ে, দক্ষিণ এশিয়ার দেশগুলি ও জনগণ চীন ও চীনা জনগণকে বস্তুগত ও মানসিক সমর্থন যুগিয়েছে। আবার দক্ষিণ এশিয়ার দেশগুলি যখন মারাত্মক মহামারী পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তখন চীন নিঃস্বার্থভাবে মহামারী মোকাবিলার সফল অভিজ্ঞতা শেয়ার করেছে এবং দক্ষিণ এশিয়ার লোকদের জন্য চিকিত্সা-সামগ্রী ও চিকিত্সক-দল পাঠিয়েছে। নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দু'পক্ষের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও বেশি জোরদার হয়েছে।

ভারতে চীনা মৈত্রী সমিতির মহারাষ্ট্র রাজ্য শাখার সভাপতি জর্জ ফার্নান্দেস বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক বিকাশের ওপার নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, "এখনকার মহামারী পরিস্থিতি খুব খারাপ। আমরা আশা করি, পৃথিবীর সকল দেশ মিলিতভাবে যত তাড়াতাড়ি সম্ভব টিকা আবিষ্কার করতে এবং তা ভাগ করে নিতে সক্ষম হবে।"

আফগানিস্তানে চীনা মৈত্রী সমিতির পরিচালক সুলতান বাহীন বলেন, "চীনা বন্ধুরা মহামারী সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র সরকারের মাধ্যমেই নয়, নাগরিক বুদ্ধির মাধ্যমেও চেষ্টা করছে। এই সভা তার প্রমাণ। আপনাদের ধন্যবাদ।"

সাম্প্রতিক বছরগুলিতে, পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস, অর্থনৈতিক ও বাণিজ্যে পারস্পরিক সুবিধা, পারস্পরিক মানবিক শিক্ষা, পারস্পরিক সুরক্ষা সহায়তা, এবং আন্তর্জাতিক সহযোগিতায় চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা গভীর থেকে গভীরতর হয়েছে। চীনের বৈদেশিক মৈত্রী সমিতির পরিচালক লিন সুংথিয়েন বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলিকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। তিনি বলেন, "আমরা সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, জনস্বাস্থ্য, ও অন্যান্য ক্ষেত্রে সকল বন্ধুত্বপূর্ণ সংস্থার সাথে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক; আরও বিনিময় প্ল্যাটফর্ম তৈরি করতে ইচ্ছুক; পারস্পরিক সফরের আরও সুযোগ সৃষ্টি করতে ইচ্ছুক; এবং মানুষে মানুষে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাস বাড়িয়ে তুলতে চাই।"

নেপাল-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সমিতির মহাসচিব রাজেন্দ্র নকরমি বলেন, "চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রস্তাবিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ নেপালসহ দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য দুর্দান্ত সুযোগ বয়ে এনেছে। আমরা সুযোগটি কাজে লাগিয়ে যৌথ উন্নয়ন অর্জনের আশা করি।"

সভায় "মহামারীর বিরুদ্ধে যৌথ-লড়াই এবং একটি সুন্দর স্বপ্ন: চীন দক্ষিণ এশিয়া মৈত্রী সংস্থার যৌথ প্রস্তাব" গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়: "আমরা চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলির ঐক্য ও সহযোগিতা জোরদার করার এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ প্রচারের আহ্বান জানাই। আমরা আঞ্চলিক ও বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সচেষ্ট থাকবো; এবং 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি' প্রতিষ্ঠায় এশীয় চেতনা, এশীয় প্রজ্ঞা ও এশীয় শক্তি যোগাবো।" (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040