চীন ও ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়েরর ভিডিও-বৈঠক
  2020-07-15 14:05:36  cri

জুলাই ১৫: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী তেওদোরো লোছেন-এর সঙ্গে ভিডিও-বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, সামুদ্রিক বিষয় মোকাবিলায় দু'পক্ষের উচিত সামনের দিকে তাকানো। চীন ও আসিয়ান দেশগুলোর মিলিত প্রচেষ্টায় দক্ষিণ চীন সাগরের অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। যুক্তরাষ্ট্র নিজের রাজনৈতিক স্বার্থের কারণে সমস্যা উস্কে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশটি সেখানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে এবং দক্ষিণ চীন সাগরকে সামরিককরণের প্রয়াস চালাচ্ছে। এ প্রয়াস সম্পর্কে সকল সংশ্লিষ্ট দেশের সতর্ক হওয়া উচিত। তিনি সংশ্লিষ্ট দেশের প্রতি 'দক্ষিণ চীন সাগরে সংশ্লিষ্ট দেশগুলোর অভিন্ন আচরণবিধি' মেনে নিয়ে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আহ্বান জানান।

তিনি আরও বলেন, চীন অব্যাহতভাবে ফিলিপিন্সের সঙ্গে মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা শেয়ার করবে এবং দেশটিকে যথাসাধ্য সাহায্য দেবে। ফিলিপিন্সের সঙ্গে টিকা গবেষণা ও অন্যান্য খাতে সহযোগিতা জোরদার করতেও ইচ্ছুক চীন।

জবাবে ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারী ইস্যুতে চীনকে কলঙ্কিত করার কোনো কোনো দেশের প্রয়াসের বিরোধিতা করে তার দেশ। আর সামুদ্রিক বিতর্ক ফিলিপিন্স-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সবকিছু নয়। বন্ধুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শের মাধ্যমে এ বিতর্ক মোকাবিলা করে চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা উন্নত করতে ইচ্ছুক ফিলিপিন্স। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040