যুক্তরাষ্ট্র এখনও অচলাবস্থা থেকে বেরুতে পারেনি: মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক
  2020-07-15 14:02:22  cri

জুলাই ১৫: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রবার্ট রেডফিল্ড গতকাল (মঙ্গলবার) বলেন, এখনও সারাদেশে ভাইরাস ছড়িয়ে পড়ছে। বর্তমান অবস্থা বসন্তকালের তুলনায় খানিকটা ভাল হলেও, দেশ এখনও 'অচলাবস্থা থেকে বেরুতে' পারেনি। তিনি বলেন, কিছু অগ্রগতি অর্জিত হলেও, মহামারী নিয়ন্ত্রণে রাখার জন্য আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার বিকেল ১টা ১৫ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩,৩৭৪,৬৫৪ জন। সেসময় পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ১৩৫,৯৮৪ জন। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040