মহামারী প্রতিরোধে চীনের ভূমিকা আফ্রিকান ইউনিয়নসংশ্লিষ্ট সংস্থায় প্রশংসিত
  2020-07-15 10:26:16  cri

জুলাই ১৫: নিখিল চীন ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন সম্প্রতি আফ্রিকান ইউনিয়নসংশ্লিষ্ট সংস্থাকে মহামারী প্রতিরোধক পণ্য ও অফিস সরঞ্জাম দান করে। এর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সংস্থাটির সাধারণ সম্পাদক।

দানকৃত পণ্যের মধ্যে রয়েছে ২০ হাজার মেডিকেল সার্জিক্যাল মাস্ক, ১০০০ বোতল জীবাণুনাশক এবং কপিয়ার ও ল্যাপটপ, প্রভৃতি। সংস্থার সদরদপ্তর ঘানার রাজধানী আক্রায় অবস্থিত বলে এবারের ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানটি সোমবার ঘানায় চীনের দূতাবাসে অনুষ্ঠিত হয়।

দূতাবাসের একজন কর্মকর্তা চু চিং বলেন, মহামারীতে চীন ও আফ্রিকা পরস্পরকে সাহায্য করে আসছে এবং এর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। দীর্ঘকাল ধরে এই সংস্থা চীনের সঙ্গে গভীর মৈত্রী ও সহযোগিতার সুষ্ঠু সম্পর্ক বজায় রেখে আসছে। চীন এই মৈত্রীর মূল্য দেয় এবং সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করে চীন ও আফ্রিকার স্বাস্থ্যের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040