চার মাস পর নিরাপত্তা পরিষদে প্রথম মুখোমুখি সম্মেলনের আয়োজন
  2020-07-15 10:14:51  cri

জুলাই ১৫: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে মুখোমুখি সম্মেলনের আয়োজন করে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর নিরাপত্তা পরিষদ এই প্রথম মুখোমুখি সম্মেলনের আয়োজন করল। সম্মেলনে একটি বার্ষিক রিপোর্ট ও দুটি প্রস্তাব গৃহীত হয়। এর পর কলম্বিয়ার শান্তিপূর্ণ প্রক্রিয়া নিয়ে প্রকাশ্য বিতর্কের আয়োজন করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে সম্মেলন আরও বড় একটি হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই মাস্ক পরেছেন।

জার্মানি জুলাই মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে। একই দিনে সম্মেলনের আগে জাতিসংঘে জার্মানির স্থায়ী প্রতিনিধি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বলেন, নিউইয়র্কে মহামারীর অবস্থা ভালো হওয়ায় নিরাপত্তা পরিষদ মুখোমুখি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়। সকল অংশগ্রহণকারীর নিরাপত্তা সুনিশ্চিত করা হলো প্রথম কর্তব্য।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ নিউইয়র্ক শহরে মহামারীর কারণে জরুরি অবস্থা জারি করার পর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা অনলাইন সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কাজকর্ম চালিয়ে আসছিল। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040