যুক্তরাষ্ট্রে মহামারী শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না: ফাউচি
  2020-07-14 13:57:58  cri


 

জুলাই ১৪: মার্কিন সুবিখ্যাত মহামারীবিষয়ক বিশেষজ্ঞ, যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্থোনিও ফাউচি গতকাল (সোমবার) বলেন, কোভিড-১৯ মহামারী হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং জনসংকট। এইডস, ইবোলা, অ্যানথ্রাক্স ও জিকা ভাইরাসের তুলনায় কোভিড-১৯ ভাইরাস আরও বেশি চ্যালেঞ্জিং।

ডক্টর ফাউচি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে গিয়ে কোনো কোনো রাজ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্যসতর্কতা উপেক্ষা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, সমাবেশ না-করা এবং নিয়মিত হাত ধোওয়ার নিয়ম মেনে চললে এখনকার অবস্থা অনেক ভাল হতে পারতো।

তিন আরও বলেন, গত কয়েক দশক ধরে তিনি মহামারী মোকাবিলার জন্য প্রস্তুতির কথা বলে আসছেন। এখন দেশে একটি শক্তিশালী প্রতিক্রিয়া-ব্যবস্থা ও কার্যকর পরিকল্পনা দরকার। কারণ, ভাইরাস খুব শিগগিরি নির্মূল হবে না।

ফাউচি বলেন, মহামারী শেষ হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। মহামারীকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040