লিন ই লিয়ান
  2020-07-14 10:34:23  cri

লিন ই লিয়ান, ১৯৬৬ সালের ২৬ এপ্রিল চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষের আদি বাসস্থান চীনের চ্য চিয়ান প্রদেশের নিং বো শহর। তিনি হলেন চীনা ভাষা সঙ্গীতমহলের একজন খুব বিখ্যাত কন্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজনও অভিনেত্রী বটে।

লিন ই লিয়ান হংকংয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা এ নাম রাখেন। নামের অর্থ লিয়ান নামে মেয়েকে স্মরণ করা।

লিন ই লিয়ান একটি শিল্পীপরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র 'আর হু' বাজাতে পারেন। তাঁর মা আঞ্চলিক অপেরা—শাও সিং খুব ভালো পরিবেশন করতে পারেন। ছোটবেলায় লিন ই লিয়ানের বাসায় সবসময় শোনা যেতো সঙ্গীতের আওয়াজ। তবে ছোটবেলায় লিন ই লিয়ান ভালো গান গাওয়ার কারণে কোনো প্রশংসা পাননি। ছোটবেলায় তিনি সবসময় ছেলেদের সঙ্গে খেলতেন। তাঁর প্রিয় কাজ ছিল ছেলেদের সঙ্গে হালকা পানীয় খাওয়া।

১৯৮২ সালে তিনি সঙ্গীত অনুষ্ঠানের খন্ডকালীন উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন।

১৯৮৪ সালে লিন ই লিয়ান নিজের প্রথম চলচ্চিত্র 'শুভ বড় দিন'-এ অভিনয় করেন এবং আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রে পা রাখেন।

১৯৮৫ সালে লিন ই লিয়ানের প্রথম ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'লিন ই লিয়ান' রিলিজ হয়। এর মাধ্যমে লিন ই লিয়ান আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে পা রাখেন।

১৯৯০ সালে লিন ই লিয়ানের প্রথম ম্যান্ডারিন ভাষার অ্যালবাম 'বাসায় না-যাওয়া পুরুষকে ভালোবেসেছে' প্রকাশিত হয়।

১৯৯৪ সালে লিন ই লিযানের প্রথম জাপানি ভাষার অ্যালবাম 'সিম্পল' প্রকাশিত হয়। ১৯৯৫ সালে তাঁর চতুর্থ ম্যান্ডারিন ভাষার অ্যালবাম 'Love Sandy' বাজারে আসে। ১৯৯৭ সালে লিন ই লিয়ান সঙ্গীত অপেরা 'Snow Wolf Lake'-এর প্রধান চরিত্রে অভিনয় করেন।

২০০০ সালে লিন ই লিয়ানের চতুর্থ ম্যান্ডারিন ভাষার অ্যালবাম 'লিন ই লিয়ানের' প্রকাশিত হয়। ২০০১ সালে তিনি সিসিটিভি-এমটিভি সঙ্গীত পুরস্কারের শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।

২০০৬ সালে লিন ই লিয়ান নিজের দশম ম্যান্ডারিন ভাষার অ্যালবাম 'শ্বাস' প্রকাশ করেন। ২০১০ সালে তিনি 'ই লিয়ান' নামের কনসার্ট আয়োজন করেন।

২০১৬ সালে লিন ই লিয়ান 'Pranava' নামে বিশ্ব ট্যুর কনসার্ট আয়োজন করেন। ২০১৭ সালে তিনি চীনের হুনান টেলিভিশনের আয়োজিত কন্ঠশিল্পীদের লাইভ শো 'আই এম সিংগার'-এর চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

২০১৮ সালে লিন ই লিয়ানের ১২তম ম্যান্ডারিন ভাষার অ্যালবাম 'শূন্য' প্রকাশিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিন ই লিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, শোনা হবে গান। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040