চীন বৈশ্বিক মহামারীর পরিপ্রেক্ষিতে মেধাসত্ত্ব রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেবে
  2020-07-14 10:31:08  cri
চীনের রাষ্ট্রীয় বৌদ্ধ সম্পত্তি অফিসের প্রেস মুখপাত্র ও অফিসের পরিচালক হু ওয়েনহুই গত ৯ জুলাই বলেছেন, চীন বৈশ্বিক মহামারীর প্রেক্ষিতে মেধাসত্ত্ব রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নিচ্ছে। এর মূলত পাঁচটি দিক রয়েছে: প্রথমত, "এক অঞ্চল, এক পথ" উদ্যোগের প্রধান উদ্যোগগুলো বাস্তবায়নের ক্ষেত্রে, "এক অঞ্চল, এক পথ" মেধাসম্পদ সহযোগিতা চুক্তি সংশোধন ও সম্প্রসারণ জোরদার করা। "এক অঞ্চল, এক পথ" মেধাসত্ত্ব অধিকারের সহযোগিতা প্রকল্প এগিয়ে নেওয়া। ধারাবাহিকভাবে "এক অঞ্চল, এক পথ" মেধাসত্ত্ব বিষয়ে শিক্ষা এবং অনলাইন প্রশিক্ষণ জোরদার করা। দ্বিতীয়টি হলো বহুপাক্ষিক বিষয় এবং আন্তর্জাতিক নিয়মের সমন্বয় প্রচার করা। অনলাইন এবং অফলাইন ওয়ার্ল্ড বুদ্ধিজীবী সম্পত্তি সংস্থা সমন্বয় কমিটির মতো বৈঠকে অংশ নেওয়া। তৃতীয়টি হলো, বহুপাক্ষিক বাস্তববাদী সহযোগিতা আরও গভীরতর করা।

এই মাসে অনুষ্ঠেয় চীন-যুক্তরাষ্ট্র-ইউরোপ-জাপান-দক্ষিণকোরিয়া মেধাসত্ত্ব অফিসের পাঁচটি কার্যালয়ের সহযোগিতা পরিচালকদের ভিডিও কনফারেন্সের জন্য সক্রিয় প্রস্তুতি নেবে। সব পক্ষকে মেধাসত্ত্বের অধিকার ও এ মহামারীর অন্যান্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এগিয়ে নিবে। চতুর্থত, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করবে। ইউরোপ, জাপান ও দক্ষিণ কোরিয়ার মেধাসত্ত্ব প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ভিডিও সম্মেলন করবে এবং কোভিড-১৯ মহামারীর প্রতিরোধে ইউরোপীয় পেটেন্ট অফিসের সাথে কাজ করবে। চীন-ইইউ, চীন-থাইল্যান্ড এবং চীন-ফ্রান্স কাঠামোতে সহযোগিতা এগিয়ে নেবে। পঞ্চমত, সক্রিয়ভাবে মেধাসত্ত্ব উদ্ভাবনের বিষয়গুলি পরিবেশন করবে। নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী প্রতিরোধের বিভিন্ন পেটেন্ট নিয়ে তথ্য বিনিময়ের প্ল্যাটফর্মের ইংরেজি সংস্করণ চালু করার চেষ্টা করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040