১৯তম আন্তর্জাতিক "চীনা সেতু" বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
  2020-07-14 10:30:03  cri
বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা প্রতিযোগিতাসংক্রন্ত ১৯তম "চীনা সেতু" অনুষ্ঠানের ফাইনাল গত ৬ জুলাই ইতালিতে অনুষ্ঠিত হয়েছে। নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর কারণে, এই প্রতিযোগিতা প্রথমবারের মতো অনলাইনে অনুষ্ঠিত হয়। ১৬জন প্রতিযোগী মূল বক্তব্য, প্রতিভা প্রদর্শন এবং "চীন ও ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকীতে" বিভিন্ন প্রতিযোগী চীনা ভাষা ও চীনা সংস্কৃতির প্রতি তাদের ভালবাসা প্রদর্শন করেছেন। প্রতিযোগিতার পর, মিলানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট থেকে ওয়েন্ডি প্রথম স্থান অর্জন করে। ওয়েন্ডি ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন এবং চার বছর ধরে চীনা ভাষা নিয়ে পড়াশোনা করছেন। পুরষ্কার জেতার পর তিনি বলেছিলেন, "এই প্রতিযোগিতায় আমি পুরষ্কার পেয়ে সম্মানিত। আমাকে চীনা ভাষা শেখার ক্ষেত্রে সবসময় উত্সাহ দেওয়ার জন্য মাকে ধন্যবাদ জানাই। চীনা ভাষা আমাকে আরও বিস্তৃত বিশ্ব দেখার সুযোগ করে দিয়েছে এবং তারপর আমি আমার ভাষার দক্ষতা উন্নত করতে এবং আরও বেশি চীনা বিষয় শেখার চেষ্টা করব। আমি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে চীনা সেতু প্রতিযোগিতার জন্য ইতালির পক্ষ থেকে আরও চেষ্টা চালাতে আগ্রহী। আমি আশা করি, ভবিষ্যতে আমি এমন একজন বার্তাবাহক হবো, ভবিষ্যতে চীনা ভাষায় কথা বলতে পারব এবং চীন ও ইতালির সাংস্কৃতিক বিনিময় জোরদারে ভূমিকা রাখতে পারব।

ইতালিতে চীনা দূতাবাসের শিক্ষা কাউন্সিলর ইয়ু সিংকুও বলেন, এ বছর চীন ও ইতালির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী। এটি এমন একটি বছর যখন দুটি প্রাচীন সভ্যতা-- চীন ও ইতালি একে অপরকে সাহায্য করেছিল এবং মহামারী প্রতিরোধে হাতে হাত রেখে কাজ করেছে। যৌথভাবে মহামারী প্রতিরোধের প্রক্রিয়ায় চীন ও ইতালির আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন ঘটেছিল। এটি বিশ্বাস করা হয় যে, "চীনা সেতু" প্রতিযোগিতার সব প্রতিযোগী এবং চীনা শিক্ষকরা চীন-ইতালির বন্ধুত্ব রক্ষায় ভবিষ্যত বার্তাবাহক হয়ে উঠবে। "চীনা সেতু" প্রতিযোগিতার ইতালীয় তরুণদের চীনা ভাষা ও সংস্কৃতি শেখার মাধ্যমে চীন সম্পর্কে তাদের বোঝাপড়া আরও গভীর হবে, তাদের চীনা ভাষা উন্নত হবে এবং এটি তাদের প্রতিভা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আশা করা যায় যে, আরও বেশি তরুণ শিক্ষার্থী চীনা ভাষা শিখবে, তাদের ভাষার জ্ঞান দুই দেশের মধ্যে বন্ধুত্ব জোরদারে অবদান রাখবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040