অষ্টম উজেন থিয়েটার ফেস্টিভাল ২০২১ সালে বাড়ানোর ঘোষণা করেছে
  2020-07-14 10:27:46  cri
উজেন থিয়েটার ফেস্টিভাল আয়োজক কমিটি সম্প্রতি ঘোষণা করেছে যে, মহামারী পরিস্থিতি এবং অনেক অনিশ্চয়তার কারণে জনসাধারণের জীবন সুরক্ষার কাজ ঝুঁকির মুখে পড়েছে। অনেক বিবেচনার পর অষ্টম উজেন থিয়েটার ফেস্টিভালটি ২০২১ সাল পর্যন্ত পেছানো হয়।

১৩০০ বছরের পুরনো ঐতিহাসিক শহরে এ ফেস্টিভাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। উজেন থিয়েটার ফেস্টিভাল ২০১৩ সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। এর প্রধান বৈশিষ্ট্য হলো, বিভিন্ন পারফরম্যান্সের স্থানগুলির বৈচিত্র্য ও পেশাদারিত্ব।

প্রতিষ্ঠার পর থেকে নাট্যকার হুয়াং লেই, লাই শেনছুয়ান এবং মেন জিংহুই যৌথভাবে এ নাট্য-উত্সবের উচ্চ-শ্রেণীর নাটকের জন্য তা পেশাদার ও সাধারণ নাট্যপ্রেমীদের কাছ থেকে স্বীকৃতি অর্জন করেছে। নাট্য উত্সবটি দ্রুত চীনের অ্যাভিগনন এবং এডিনবার্গ নাটক উত্সবের সঙ্গে তুলনীয় পর্যায়ে উন্নীত হয় এবং একটি বিরল বিশ্ব নাট্য উত্সবে পরিণত হয়।

২০১৯ সালে সপ্তম উজেন থিয়েটার ফেস্টিভ্যাল ১৩টি দেশ থেকে মোট ১৪১টি বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। অষ্টম নাটক উত্সবটি মূলত ২০২০ সালের ৫ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত উজেনে মঞ্চস্থ হওয়ার কথা ছিল।

নাট্যউত্সবের আয়োজক কমিটি জানায়, 'অনুষ্ঠান পিছিয়ে দেওয়া মানে স্থবিরতা বা অনির্দিষ্ট অপেক্ষা করা নয়। উজেন থিয়েটার উত্সবটি এখনও সংস্কৃতি তৈরির শিল্প স্রষ্টা, নাট্যপ্রেমী এবং স্বপ্নদ্রষ্টাদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। জীবনের সঙ্গে সংযোগকারী বৈশ্বিক নাট্য আর্টের বিনিময় ও বিকাশ প্রচার করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040