শরতে স্কুল খুলে দেওয়ার তাগিদ দিয়ে ভুল করছে ফেডারেল সরকার: মার্কিন গণস্বাস্থ্য বিশেষজ্ঞ
  2020-07-13 12:13:59  cri

জুলাই ১৩: গতকাল (রোববার) যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ব্লুমবার্গ গণস্বাস্থ্য স্কুলের স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক টম ইন্সগালস স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস মহামারী পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসন শরত্কালে স্কুলগুলো খুলে দেওয়ার তাগিদ দিচ্ছে, যা একটি ভুল আচরণ। শরত্কালে স্কুল আবার না-খোলা পর্যন্ত ফেডারেল সরকারের বরাদ্দ স্থগিত রাখার যে হুমকি প্রেসিডেন্ট ট্রাম্প ও শিক্ষামন্ত্রী দিয়েছেন, তাতেও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, স্কুলগুলোকে চরমপত্র দেওয়া মারাত্মক ভুল। এখন স্কুলগুলো খুলে দেওয়া হলে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হবে। 'নিরাপত্তা সুনিশ্চিত করার ভিত্তিতে স্কুল আবার খোলা হবে' বলে যে প্রচারণা চালানো হচ্ছে সেটাও ভণ্ডামি। সরকারের জন্য সঠিক কাজ হবে, স্কুলগুলোকে অর্থ দিয়ে সাহায্য করা এবং ফেডারেল ও রাজ্যের স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্কুলে ভাইরাস ছড়ানোর বিষয়টি এখনও অনিশ্চিত। স্কুলগুলোকে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে যুক্তিযুক্ত প্রস্তুতি নিতে হবে। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040