হ্যনান 'সিনসিয়াং' চিকিত্সা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি চিকিত্সক মোহাম্মাদ আলি চৌধুরির সাক্ষাত্কার
  2020-07-12 17:08:26  cri


মোহাম্মাদ আলি চৌধুরি বর্তমানে চীনের হ্যনান প্রদেশের 'সিনসিয়াং' চিকিত্সা বিশ্ববিদ্যালয়ে একজন বিদেশি শিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি শানতুং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রায় ১৫ বছর ধরে চীনে বসবাস করছেন। পর্যায়ক্রমে থাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হুপেই জাতিগত বিশ্ববিদ্যালয়ে বিদেশি বিশেষজ্ঞ-চিকিত্সক হিসেবে কাজ করেছেন। তিনি চীন সরকারের স্নাতকোত্তর বৃত্তি ও আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন, দুবার চমৎকার স্নাতকোত্তর পুরষ্কার পেয়েছেন এবং চীন জাতীয় প্রাকৃতিক বিজ্ঞান ফাউন্ডেশন ও চীন ইয়াং সায়েন্টিস্ট রিসার্চ ফাউন্ডেশনের গবেষণা বৃত্তিও অর্জন করেছেন। আজকের 'জীবন যেমন' আসরে তাঁর সঙ্গে কথা বলেছেন ওয়াং হাইমান ঊর্মি।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040