দক্ষিণ চীনে প্রবল বৃষ্টিপাত অব্যাহত, বন্যা প্রতিরোধ পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে
  2020-07-12 16:18:10  cri

 

জুলাই ১২: সম্প্রতি অব্যাহত বৃষ্টিপাত এবং নদী অববাহিকায় পানির উচ্চতা বাড়ায় দক্ষিণ চীনের বেশ কিছু প্রদেশে বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চলে বন্যা প্রতিরোধ পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। গতকাল (শনিবার) বিকেল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত, চারটি জলাধারে পানির উচ্চতা ১৯৯৮ সালের পর সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গেছে।

এদিন রাতে চীনের চিয়াংসি প্রদেশে ৩টি জলাধারের পানির উচ্চতা ইতিহাসের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে যায়। পানির উচ্চতা ধীরে ধীরে বাড়ছে।

এদিন বিকেল ৫টা পর্যন্ত, প্রবল বৃষ্টিপাত ও বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে 'ফান ইয়াং' হ্রদ অববাহিকায় ৫২ লাখ ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪ লাখ ৩০ হাজার মানুষকে জরুরি স্থানান্তর করা হয়েছে। এতে ৪ লাখ ৫০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

১৯৯৮ সালের পর 'ফান ইয়াং' হ্রদ অববাহিকা বন্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে। এদিন সকাল ১০টায় স্থানীয় সরকার বন্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সতর্কতা দ্বিতীয় থেকে প্রথম পর্যায়ে উন্নীত করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040