পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় দেশে এ ভাইরাসে মারা গেছে ৫১৯জন। সর্বমোট মৃতের সংখ্যা ২২ হাজার ১২৩জন।
দেশটির মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাটে ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যাও এদিন নতুন উচ্চতায় পৌঁছায়। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর পুনেতে ১৩ জুলাই থেকে ১০ দিনের লকডাউন শুরু হবে। মুম্বাইয়ের কিছু অঞ্চলে লকডাউনের মেয়াদ আগামী ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
বর্তমান দিল্লিতে ৭৭ শতাংশ রোগী সুস্থ হয়েছে। গোটা ভারতে সুস্থতার হার মাত্র ৬২.৭৮ শতাংশ।
(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)