জুলাই ১০: গতকাল (বৃহস্পতিবার) চীনের সাহায্যে নির্মিত কোভিড-১৯ আইসোলেশান হাসপাতাল পাকিস্তানের রাজধানী ইসলামবাদে চালু হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত ইয়াও চিং এদিন নতুন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহামারী শুরুর পর চীন পর্যায়ক্রমে কয়েকটি চিকিত্সাদল পাঠায় পাকিস্তানে। পাশাপাশি বিপুল পরিমাণে মহামারী-প্রতিরোধক সামগ্রীও পাঠায় এবং এ হাসপাতাল নির্মাণ করে। চীনের সমর্থন ও সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাক সরকার।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও চিং বলেন, চীন ও পাকিস্তান একে অন্যের সাহায্যকারী ও ভাই। মহামারী মোকাবিলায় চীন ও পাকিস্তান সবসময় পরস্পরকে সমর্থন দিয়ে আসছে। ঐক্যবদ্ধ সহযোগিতা আন্তর্জাতিক সমাজের জন্য মহামারীকে পরাজিত করার শক্তিশালী অস্ত্র। চীন সবসময় মহামারীর শিকার দেশগুলোকে যথাসাথ্য সাহায্য দেয়ার ওপর গুরুত্ব দেয়। চীন সবার সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে ইচ্ছুক।
উল্লেখ্য, মাত্র ৪০ দিনে ২৫০ শয্যার উক্ত হাসপাতালটি নির্মিত হয়। (শিশির/আলিম/রুবি)