প্রধানমন্ত্রী বলেন করোনাকে মাথায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। করোনা নিয়্ন্ত্রণ ও ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে প্রয়োজনে আরো অর্থ বরাদ্দ করা হবে বলে জানান তিনি। করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছে তাদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। সরকারি পাটকল বন্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পুরনো পাটকলগুলোতে লোকসান হচ্ছে বলে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিয়ে আধুনিকায়নের জন্য এগুলো বন্ধ করা হচ্ছে। স্বাস্থ্যখাতসহ সব ক্ষেত্রে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও উচ্চারণ করেন সরকার প্রধান।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।