জাতীয় সংগীত
  2020-07-09 14:48:32  cri

চলতি বছর হলো চীনা জাতির জাপানি আগ্রাসনবিরোধী প্রতিরোধ যুদ্ধ জয়ের ৭৫তম বার্ষিকী। এ বার্ষিকীর স্মরণে এ সপ্তাহ থেকে আমরা জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধসম্পর্কিত বেশ কয়েকটি চলচ্চিত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আশা করি, সবাই এসব চলচ্চিত্রের গল্প শুনে চীনের সে ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করবেন।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা 'The National Anthem' বা 'জাতীয় সংগীত' নামে চীনের এই চলচ্চিত্রের ওপর দৃষ্টি দেবো।

এ চলচ্চিত্রে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় সংগীত বা 'March of the Volunteers' নামক গানের কথা তুলে ধরা হয়।

১৯৩১ সালের ১৮ সেপ্টেম্বরের ঘটনা। উত্তর পূর্ব চীনের তিনটি প্রদেশ জাপানি বাহিনী দখল করে নেয়। তারপর জাপানের কুয়ানতুং আর্মি শানহাইকুয়াংকে সীমানা হিসেবে উত্তর পূর্ব চীন অবরোধ করে মাঞ্চুকুও বা মাঞ্চুরিয়ান প্রতিষ্ঠা করে।

থিয়েনহান ও নিয়ে আরসহ বেশ কয়েকজন শিল্পী শিল্পকলার কাজে শাংহাইয়ে যান এবং তরুণ-তরুণীদের সঙ্গে জাপান-বিরোধী উদ্ধার আন্দোলনে অংশ নেন। আস্তে আস্তে তারা বুঝতে পারেন যে, মঞ্চ নাটক চীনা জনগণের জাপান-বিরোধী প্রতিরোধের দৃঢ়তা ও কার্যকলাপ প্রকাশ করা কার্যকরী নয়। তাই তারা ক্যামেরা দিয়ে এক একটি দেশপ্রেমিক চলচ্চিত্র সৃষ্টি করেন। চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ায় একজন অভিনেত্রী শত্রুর গুলিতে নিহত হন। দারুণ দুঃখ পান থিয়েন হান। এরপর তিনি Children of Troubled Times বা দুর্যোগের শিশুরা নামের চলচ্চিত্রের থিম গানের কথা লিখেন। এই গানের নাম ছিল 'March of the Volunteers', যা চীনের জাতীয় সংগীত। তারপর নিয়ে আর এই গানের জন্য সুর সৃষ্টি করার সময় শ্রেষ্ঠ বন্ধু থিয়েনহানের গ্রেফতারের খবর পান। অবশেষে নিয়ে আর ভালো বন্ধু থিয়েনহানের জন্য হতাশ না হয়ে 'March of the Volunteers' গানের সুর রচনা করেন।

'The National Anthem' নামে চীনের এ চলচ্চিত্রে মানুষের ভাগ্য এবং দেশের ভাগ্য সমন্বিতভাবে তুলে ধরা হয়। এ চলচ্চিত্রে আমরা শিল্পীদের অসাধারণ জীবনের অভিজ্ঞতা এবং দেশের দাঙ্গাহাঙ্গামার পরিস্থিতি দেখতে পাই।

এখন আমরা 'The National Anthem' নামে চীনের এই চলচ্চিত্রের পিছনের গল্প শুনব। এ চলচ্চিত্র তৈরিতে মোট ২ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে এটি দেশের জন্য বড় একটি উপহার। আসলে এ চলচ্চিত্রের পাণ্ডুলিপি রচনায় তিন বছরেরও বেশি সময় লাগে। যথাক্রমে তিনজন লেখক এ চলচ্চিত্রের পাণ্ডুলিপির রচনা করেন। নিখুঁত দৃশ্য-বিন্যাস সুনিশ্চিত করতে কর্মীরা বিশেষভাবে শাংহাইয়ের পুরোনো এক রাস্তা তৈরি করেন। ফলে ৩০ দশকে শাংহাইয়ের ভাবমূর্তি পুনরায় আবির্ভূত হয়।

এবারে একসঙ্গে 'March of the Volunteers বা বীরত্বপূর্ণবাহিনীর অগ্রযাত্রার গান' নামে চীনের এ জাতীয় সংগীতের ওপর দৃষ্টি দেবো।

গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় সংগীত:

বীরত্বপূর্ণবাহিনীর অগ্রযাত্রার গান গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় সংগীত। গানটি ১৯৩৫ সালে রচনা করা হয়। গানের কথাগুলো লিখেছেন নাট্যকার থিয়েনহান,গানটিতে সুর দিয়েছেন চীনের নতুন সংগীত-আন্দোলনের প্রতিষ্ঠাতা নিয়ে আর। গানটি সংগ্রামের অগ্রগামী সন্তানরা নামক চলচ্চিত্রের থিম-সং। ১৯৩১ সালের ১৮ সেপ্টেম্বর ঘটনার পর জাপান চীনের উত্তর-পূর্ব অঞ্চলের তিনটি প্রদেশ দখল করে নেয়। চীনা জাতি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে— এমন প্রেক্ষাপটে বুদ্ধিজীবীরা দ্বিধা-দ্বন্দ্ব পাশে রেখে সাহসের সঙ্গে জাপানবিরোধী যুদ্ধের ফ্রন্ট লাইনে ঝাঁপিয়ে পড়েন। চলচ্চিত্রে সে কাহিনীই বর্ণনা করা হয়েছে। চলচ্চিত্র দেখার পাশাপাশি, বিশেষ করে জাপানের বিরুদ্ধে দেশ উদ্ধার শুরুর সঙ্গে সঙ্গে সংগীতটি সমগ্র চীনে ছড়িয়ে পড়ে। এই সংগীতটিকে চীনা জাতির মুক্তির দিশা বলে উল্লেখ করা হয়।

  ১৯৪৯ সালের ২৭ সেপ্টেম্বর চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় সংগীত আনুষ্ঠানিকভাবে তৈরি না হওয়া পর্যন্ত বীরত্বপূর্ণ বাহিনীর অগ্রযাত্রার গানটিকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

"জাগো !

দাস হতে অনিচ্ছুক মানুষেরা ।

আমাদের রক্ত-মাংস দিয়ে নতুন মহাপ্রাচীর গড়ো!

চীনা জাতির পরম সংকটময় মুহূর্তে,

সবাই উচ্চৈঃস্বরে ডাক দেয় লড়াইয়ের তরে ।

জাগো ! জাগো ! জাগো !

লক্ষ লক্ষ মানুষের এক মন এক প্রাণ,

শত্রুর তোপ অগ্রাহ্য করে হও আগুয়ান !

শত্রুর তোপ তুচ্ছ করে হও আগুয়ান !

হও আগুয়ান! হও আগুয়ান ! হও আগুয়ান !

উল্লেখ্য, পহেলা জুলাই চীনের কোলে হংকংয়ের ফিরে আসার ২৩তম স্মরণ দিবসে ৫ হাজারেরও বেশি দর্শক হংকংয়ের বিভিন্ন সিনেমা হলে 'The National Anthem' নামে চীনের এই চলচ্চিত্র উপভোগ করেন। তারা জাতীয় সংগীতের বিধিমালা এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের জাতীয় নিরাপত্তা আইন বলবত হওয়ার প্রথম দিবস স্মরণ করেন। চলচ্চিত্র শুরুর আগে বিভিন্ন সিনেমা হলে সবাই একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানও আয়োজন করে।

(লিলি/তৌহিদ/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040