বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, সরকারের তৎপরতার কারণে বিদেশ থেকে কম কর্মীকে ফেরত আসতে হয়েছে। আর যারা ফেরত এসেছেন তাদের জন্য সরকার সহজ শর্তে ঋণের ব্যবস্থা করছে বলেও জানান তিনি। অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী কুয়েতে আটক সংসদ সদস্য শহীদুল হোসেন পাপুলের বিষয়েও কথা বলেন। কুয়েতে নাগরিকত্ব প্রমাণিত হলে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল হবে বলে জানান সংসদ নেতা। রাজধানীর রিজেন্ট হাসপাতালে জালিয়াতির জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।