বাংলাদেশে করোনা সংক্রমণের চার মাসে ২,১৯৭ মৃত্যু, শনাক্ত ১ লাখ ৭২ হাজারের বেশি
  2020-07-08 18:58:42  cri
বাংলাদেশে করোনা সংক্রমণের চার মাস ৮ জুলাই। এ সময়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১৯৭ জন। একই সময় রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৮০ হাজারের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ সব তথ্য জানানো হয়েছে। আর বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ মারা গেছেন ৪৬ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮৯ জন। উপসর্গে দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন ৬ জন।

এদিকে, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার। তাদের ট্র্যাকার অনুযায়ী ১৮তম সপ্তাহে এসে বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যু দুটিই নিম্নগামী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040