১৯৮৭ সালের পয়লা অক্টোবর তাঁর প্রথম চীনা ভাষার অ্যালবাম 'মিলন' প্রকাশিত হয়। এই অ্যালবাম প্রকাশের পর পরই তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। লি ই জুন তখন থেকে বিখ্যাত হয়ে ওঠেন।
১৯৮৮ সালের পয়লা মে লি ই জুন অপেরা স্কুল থেকে স্নাতক হন। একই বছর তাঁর চীনা ভাষার অ্যালবাম 'ভালো থাকো, বিদায়' প্রকাশিত হয়।
১৯৮৯ সালের পয়লা জুলাই লি ই জুনের চীনা ভাষার অ্যালবাম 'ফিরে দেখো' প্রকাশিত হয়। এর সঙ্গে সঙ্গে তাইওয়ানে জিয়াং ইয়ু হেং-ও একই গান প্রকাশ করেন।
১৯৯০ সালের পয়লা জানুয়ারি লি ই জুনের চীনা ভাষার অ্যালবাম 'এমন আমি' প্রকাশিত হয়। এই অ্যালবাম বিক্রি হয়েছে ১০ লাখ কপি।
১৯৯১ সালের পয়লা জানুয়ারি লি ই জুন 'সুয়েই খ্য' নামের অ্যালবাম প্রকাশ করেন। পয়লা মে তাঁর আরেকটি অ্যালবাম 'আর ভুল হবে না' বাজারে আসে।
১৯৯২ সালের পয়লা অগাস্ট লি ই জুন 'প্রতিদিনের ভালোবাসা, প্রতিদিনের কষ্ট' নামের অ্যালবাম প্রকাশ করেন।
১৯৯৩ সালের পয়লা মে লি ই জুনের চীনা ভাষার অ্যালবাম 'ভালোবাসার মদ' রিলিজ হয়। ১৯৯৫ সালের পয়লা মার্চ লি ই জুনের চীনা ভাষার অ্যালবাম 'প্রতিশ্রুতি' বাজারে আসে। ১৯৯৬ সালের পয়লা মে তিনি 'কে আমার ভালোবাসাকে নিষিদ্ধ করতে পারে' নামের অ্যালবাম প্রকাশ করেন।
১৯৯৮ সালে লি ই জুন টিভি সিরিজ 'Princess of Pearl'-এর থিম সং 'বৃষ্টিতে প্রজাপতি' গানটি গেয়ে চীনের মূল ভূভাগে আবার জনপ্রিয় হয়ে ওঠেন। এই গানটি একই বছরের জুলাই মাসে প্রকাশিত অ্যালবাম 'প্রতিশ্রুতি ও মিথ্যাচার'-এ অন্তর্ভুক্ত করা হয়। এই অ্যালবাম বিক্রি হয়েছে ১২ লক্ষাধিক কপি।
২০০০ সালের মে মাসে লি ই জুন 'একজন পুরুষকে ভালোবেসেছি' নামের অ্যালবাম প্রকাশ করেন। তিনি নিজেই এই অ্যালবামের গান রচনা করেন। একই বছরের নভেম্বর মাসে তাঁর আরেকটি অ্যালবাম 'কখন তুমি আবার আসবে' প্রকাশিত হয়।
২০০১ সালের জুন মাসে লি ই জুনের ৩৪তম অ্যালবাম 'পুনরায় জীবিত হওয়া' প্রকাশিত হয়। ২০০২ সালের ১২ ডিসেম্বর লি ই জুনের আরেকটি অ্যালবাম 'সাহসী ভালোবাসা' বাজারে আসে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ই জুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, শোনা হবে গান। (শুয়েই/আলিম/সুবর্ণা)