আজ ৭ জুলাই। এই বিশেষ দিনে আজকের 'সুরের ধারায়' আপনাদের কয়েকটি দেশাত্ববোধক গান শোনাবো। এসব গান আমাদের মনে করিয়ে দেয় যে, ইতিহাসকে ভুলে যাওয়া চলে না; দেশকে সমৃদ্ধ করা উচিত।
প্রথমে শুনুন 'চীন, আমি তোমাকে ভালোবাসি' শীর্ষক একটি গান।
বন্ধুরা, এখন শুনুন 'আমার মাতৃভূমি' নামের গানটি। গানের কথা এমন: একটি বড় নদী, চওড়া এবং সুন্দর। বাতাসে ধানের সুগন্ধ দুই তীরে ছড়ায়। আমার বাড়ি নদীর তীরে। মাঝির কথাই প্রতিদিন শুনি, নৌকার পাল প্রতিদিন দেখি। এটি হল আমার সুন্দর মাতৃভূমি; আমার বেড়ে ওঠার জায়গা। এই সুন্দর ভূখন্ডের সবখানে আকর্ষণীয় দৃশ্য।
বন্ধুরা, এখন শুনুন 'আমরা বড় পথে এগুচ্ছি' নামের গানটি। গানের কথা এমন: আমরা বড় পথে এগিয়ে যাচ্ছি, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আমরা কোনো কঠিনতাকে ভয় পাই না। সামনে যাই, সামনে যাই, বিজয়ের দিকে যাই।
এখন শুনুন গানটি।
শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'যৌথভাবে চীনা স্বপ্ন বাস্তবায়ন করা' নামের একটি গান। গানের কথা এমন: মহিমাময় হল পাহাড়ের স্বপ্ন। চওড়া হল সমুদ্রের স্বপ্ন। নীল হল আকাশের স্বপ্ন। সুখী হল জনসাধারণের স্বপ্ন। ফুল হল বসন্তের স্বপ্ন; ওড়া হল বাজপাখির স্বপ্ন। আমরা আবারও রওয়ানা হই; যৌথভাবে চীনা স্বপ্ন বাস্তবায়ন করতে।
বন্ধুরা, এখন শুনুন 'আমার চীন দেশকে ভালোবাসি' নামের একটি গান। গানটি গেয়েছেন চীনের বিখ্যাত নারী কন্ঠশিল্পী সুং সু ইং। এই গানটি প্রধানত মাতৃভূমির জন্য নিজের ভালোবাসা বর্ণনা করা হয়েছে। আচ্ছা, শুনুন গানটি।
এখন শুনুন 'চীন দেশের জন্য গান গাইবো' নামের একটি গান। গানের কথা এমন: পঞ্চতারকা খচিত লাল পতাকা বাতাসে উড়ছে, বিজয়ের গান কতো মনোমুগ্ধকর। আমাদের প্রিয় মাতৃভূমির জন্য গান গাই; সমৃদ্ধ ও শক্তিশালী হওয়ার শুভকামনা করি।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, এখন শুনুন 'লাল পতাকা উড়ছে' নামের একটি গান। গানটি গেয়েছেন চীনের বিখ্যাত কন্ঠশিল্পী মাও আ মিন।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি গান; গানের নাম 'লাল পাহাড়'। গানটি গেয়েছেন চীনের বিখ্যাত কন্ঠশিল্পী হান হুং। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
(শুয়েই/আলিম/সুবর্ণা)