ইতোমধ্যে ২০২০ সালের অর্ধেক সময় শেষ হয়ে গেছে। এই অর্ধ-বছরে চীনে অনেক নতুন গান প্রকাশিত হয়েছে এবং কিছু কিছু সুন্দর পুরানো গান আবারও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চীনের সংগীত সমালোচকরা টিভি নাটক, সংগীত অনুষ্ঠান, সংগীত ও ছোট ভিডিও অ্যাপ ইত্যাদি ক্ষেত্র ও প্ল্যাটফর্ম এ বছরের প্রথমার্ধের জনপ্রিয় কিছু গান বাছাই করেছে; এ থেকে চীনা সংগীতের প্রবণতা বোঝা যায়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে চলতি বছরের প্রথমার্ধে চীনের জনপ্রিয় কিছু নতুন গান শুনবো।
প্রথম যে গানটি আমরা শুনবো তা হচ্ছে চীনের জনপ্রিয় গায়ক লি রোং হাও'র গান 'চড়ুই'। লি রোং হাও চমত্কার কথা ও সুর রচনার জন্য বিখ্যাত। তার অনেক গান চীনে বেশ জনপ্রিয়। এই গানে তিনি সাধারণ মানুষকে চড়ুই পাখির সঙ্গে তুলনা করেছেন, খুব সহজ ও সরল কথায় সাধারণ মানুষের জীবনের বাধ্যবাধকতা, বিপদ ও অবিচল অবস্থার কথা প্রকাশ করেছেন। অনেকেই একই অনুভূতি লালন করেছেন এবং মুগ্ধ হয়েছেন।
বন্ধুরা, এখন লি রোং হাও'র গান 'চড়ুই' গানটি শুনবো।
গান ১
এবার আমরা শুনবো 'এই পৃথিবীকে ভালোবাসতে চাই' গান; গেয়েছেন গায়ক হুয়া ছেন ইয়ু। গানটি গত বছরের শেষে প্রকাশিত হয়, আর প্রকাশের পরপরই তা ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এখন পর্যন্ত এই ডিজিটাল গানটি ৬ কোটি ইয়ানেরও বেশি বিক্রি হয়েছে, এটি ডিজিটাল সংগীত বিক্রির নতুন রেকর্ড সৃষ্টি করেছে। গানটি হুয়া ছেন ইয়ু বিষণ্ণতায় আক্রান্ত রোগীদের জন্য তৈরি করেছেন। তিনি আশা করেন, যেসব লোক গানটি শুনবে, তারা বিশ্বের প্রতি ভালোবাসা অনুভব করতে পারবে।
বন্ধুরা, চলুন এই কোমল ও সুন্দর গান 'এই পৃথিবীকে ভালোবাসতে চাই' শুনি।
গান ২
এবার আমরা শুনবো একটি পুরানো গান, গানের নাম 'last dance'। গানটি চীনের জনপ্রিয় রক গায়ক উ পাই ১৯৯৬ সালে প্রকাশ করেন, তখনও গানটি জনপ্রিয় ছিলো। চলতি বছর একটি জনপ্রিয় টিভি নাটকের কল্যাণে এই গানটি আবারও জনপ্রিয় হয়ে ওঠে এবং চীনের সবচেয়ে জনপ্রিয় গানের তালিকার প্রথম স্থান দখল করে নেয়। গানে খুব কোমল ও মনোমুগ্ধকর সুর ও কথায় এক দম্পতির বিচ্ছেদের গল্প বলা হয়েছে। গান ৩
পরের গানে আমরা শুনবো গায়ক হু লিউ লিউ'র গান 'তাকে পরে দেখা যাবে'। গানটি চলতি বছরের প্রথমার্ধে চীনের জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম--কিউকিউ সংগীতের 'সবচেয়ে বেশি শোনা' গানের মধ্যে ছিল। এই গান ছাড়া হু লিউ লিউ'র অন্যান্য গানও বেশ কয়েক বার সবচেয়ে বেশি শোনার গানের তালিকায় স্থান পায়। গানটি খুব কোমল একটি দুঃখময় প্রেমের গান, অনেকেই এই গানের মাধ্যমে প্রেমের অনুভূতি প্রকাশ করতে পারে।
বন্ধুরা, চলুন গানটি শুনি।
গান ৪
বন্ধুরা, এবারের গানটিও একটি পুরানো গান; গানের নাম 'তোমাকে পছন্দ করি', গেয়েছেন চীনা গায়িকা ছেন চিয়ে ই। গানটি খুব মিষ্টি একটি প্রেমের গান; তা ১৯৯৬ সালে প্রকাশিত হয়। সম্প্রতি একটি সংগীত অনুষ্ঠানের হাত ধরে গানটি আবারও হিট গান হয়ে ওঠে। আসলে গানটি প্রকাশের পরই জনপ্রিয় হয় এবং অন্যান্য গায়ক গানটি বার বার গেয়েছেন। বন্ধুরা, চলুন গানটি শুনি।
গান ৫
এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়ক চৌ চিয়ে লুনের সম্প্রতি প্রকাশিত নতুন গান 'Mojito'। চীনা সংগীত মহলের সবচেয়ে জনপ্রিয় গায়কের অন্যতম চৌ চিয়ে লুন। তার অনেক গান বেশ জনপ্রিয়। গানটি প্রকাশের আগে ২০ লক্ষাধিক লোক অনলাইনে এই গানের খবর বিশেষ খেয়ার দেয়। আর গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর অতিরিক্ত দর্শকের চাপে ওই সংগীত প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যায়। গানটি খুব প্রফুল্ল ও মিষ্টি একটি গান। এই Mojito মদ থেকে গায়কের অনুপ্রেরণা পেয়েছে।
বন্ধুরা, চলুন গানটি শুনি।
গান ৬
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শুনবো চীনা গায়িকা তেং চি ছি'র গান 'সাধারণ দেবদূত'। গানটি হচ্ছে মহামারি প্রতিরোধকারী সব চিকিত্সাকর্মী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের জন্য রচিত একটি গান। তাদের চেষ্টা ও উত্সর্গ না থাকলে মহামারি রোধ করা সম্ভব হতো না। আশা করি গানটি সবাইকে শক্তি ও আস্থা দেবে।
গান ৭
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লাগছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ইমেল করুন। আমার ইমেল ঠিকানা: chengmin@cri.com.cn ।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।