হংকং ইস্যুতে বিদেশে অধ্যয়নরত চীনাদের দৃষ্টিভঙ্গি
  2020-07-08 16:20:29  cri

গত এক বছর ধরে হংকংয়ের স্থিতিশীলতা নষ্টকারী অবৈধ তত্পরতা দেশে-বিদেশে অবস্থানরত চীনা জনগণকে কষ্ট দিয়েছে। বিদেশে অনেক চীনা শিক্ষার্থী হংকংয়ের সহিংসতা সৃষ্টিকারীদের সমর্থকদের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছেন। জার্মানিতে চীনা শিক্ষার্থী বান ইয়ালুন তাদের অন্যতম।

২০১৯ সালে জার্মানির এক রাস্তায় বান ইয়ালুন সহিংসতাকারীদের সমর্থকদের সঙ্গে বিতর্ক করেন। সহিংসতা সমর্থনকারী বান ইয়ালুনকে বলেন, তাদের লক্ষ্য হচ্ছে এক নতুন হংকং গড়ে তোলা। বান ইয়ালুন সরাসরি ইংরেজিতে তাদেরকে প্রশ্ন করেন: 'কীভাবে গড়ে তুলবে? শহর ধ্বংস করে? সাবওয়েতে আগুন ধরিয়ে বা পুলিশের ওপর আঘাত হানার মাধ্যমে? '

এর প্রতিক্রিয়ায় হামলাকারীদের সমর্থকরা শুধু চেঁচামেচি করে।

বান ইয়ালুন সাংবাদিকদের বলেন, চীন একটি দেশ এবং হংকং সবসময় চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। হংকংয়ে সহিংসতা সৃষ্টিকারীদের সমর্থকরা কিছুতেই যেন বুঝতে চান না যে, চীন একটি স্বাধীন দেশ। সহিংসতা সৃষ্টিকারীদের পেছনের ইন্ধনদাতাদের বদ মতলব সম্পর্কেও তারা উদাসীন।

বিদেশে বান ইয়ালুন ও তার মতো চীনা শিক্ষার্থীদের কাছে দেশপ্রেম শুধু একটি শ্লোগান নয়। তারা চীনের সন্তান হিসেবে মাতৃভূমির মর্যাদা রক্ষায় সদাসচেতন। তারা গর্বিত চীনা। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040