কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হবে : পররাষ্ট্রমন্ত্রী
  2020-07-07 18:52:10  cri
কুয়েতে গ্রেপ্তার সাংসদ শহীদুল ইসলাম পাপলুর মদদদাতা হিসেবে অভিযুক্ত সে'দেশে নিযুক্ত রাষ্ট্রদূত এসএম আবুল কালামের বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, পাপুলের সঙ্গে রাষ্ট্রদূতের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তবে, ব্যবসায়ী থেকে রাষ্ট্রদূত বনে যাওয়া চট্টগ্রাম আওয়ামী লীগের এ নেতার মেয়াদ আর মাত্র এক মাস বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি ফিরে এলে কুয়েতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হবে। লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ পাপুলকে মানব ও অর্থ পাচারের অভিযোগে ৬ জুন গ্রেপ্তার করে কুয়েত পুলিশ। ১৭ দিনের রিমাণ্ড শেষে বর্তমানে তিনি সেদেশে কারাগারে রয়েছেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040