প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ২ হাজার ৭৪৪ কোটি টাকা ব্যয়-সাপেক্ষে ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সদ্যসমাপ্ত অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫৬ শতাংশ ছিল বলেও জানান তিনি। পরিকল্পনা মন্ত্রী জানান, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ঋণ নিয়ে সে অর্থ দেশের উন্নয়ন প্রকল্পে ব্যয় করা যায় কিনা- সে বিষয়ে বিচারবিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।