একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন। এতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ সব তথ্য জানানো হয়েছে। নতুন ৩ হাজার ৫২৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন। এছাড়া করোনা উপসর্গে বগুড়া, কুমিল্লা, মাগুরা, নওগাঁ ও মাদারিপুরে ৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, এক গবেষণায় দেখা গেছে সংক্রমণের মোট সংখ্যায় বাংলাদেশের অবস্থান ১৮তম হলেও জনসংখ্যার প্রতি ১০ লাখে সংক্রমণের অনুপাতে বাংলাদেশ ৮৯তম স্থানে রয়েছে। এ হিসেবে তালিকায় শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আর যুক্তরাষ্ট্র ও ব্রাজিল রয়েছে যথাক্রমে ১৩ ও ১৬তম স্থানে।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।