বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে
  2020-07-06 16:44:40  cri
জুলাই ৬: রোববার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৯জন এবং মারা গেছে ২০৫২জন।

গত ৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম মানুষ শনাক্ত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৩৮জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১৩৯৮৮ মানুষের রোগ পরীক্ষা করা হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে রাজধানী ঢাকার অবস্থা সবচেয়ে গুরুতর। ঢাকায় মৃত্যুবরণকারী ও শনাক্ত রোগীর সংখ্যা দেশের অর্ধেকেরও বেশি। সারাদেশে মাত্র ৭১টি পরীক্ষাগার সংশ্লিষ্ট পরীক্ষা কিট রয়েছে, তাই অনেক মানুষের পরীক্ষা করা যায় নি।

শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৬ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশে কিছু প্রতিরোধব্যবস্থা নেওয়া হলেও মহামারীর সঙ্গে বসবাসে অভ্যস্ত হয়ে উঠছে নগরবাসী। ফল ও শাকসবজি বিক্রেতারা আবারও বাজারে ফিরে এসেছে; অনেকে মাস্ক পরছে না এবং রাস্তায় গাড়ির চাপ ফের শুরু হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040