কুয়াংচৌর সবচেয়ে সুন্দর পুরাতন রাস্তার গল্প
  2020-07-07 18:12:02  cri
নতুন শহর গড়ে উঠছে, পুরানো শহর পরিত্যক্ত হয়ে পড়েছে। কুয়াংচৌ আধুনিক শহর হলেও বিভিন্ন অঞ্চলে বেশ বৈষম্য রয়ে গেছে। পুরানো শহরকে কীভাবে বাঁচানো যায়? ইয়ো ছিং ফাং নামক সড়কটিই হয়ত এ প্রশ্নের উত্তর দিতে পারে।

১৯৩১ সালে জন্মগ্রহণকারী অ্যান নিং সড়কটি 'কুয়াংচৌ' শহরের সবচেয়ে সুন্দর পুরানো সড়ক হিসেবে খ্যাত। এখানে রয়েছে বৈচিত্র্যময় স্থাপনা। তবে শত বছর পর সেসব পুরানো স্থাপনা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যান নিং সড়কে ছোট-খাটো সংস্কার করা হয়। ৭ হাজার বর্গমিটার ইয়ো ছিং অঞ্চলকে 'সাংস্কৃতিক অঞ্চলে' পরিণত করা হয়। বর্তমানে এ পুরানো সড়ক কুয়াংচৌ শহরের ইন্টারনেট সেলিব্রিটিদের নতুন গন্তব্যে পরিণত হয়েছে।

হালকা সবুজ রঙ্গের ইট ও উৎকৃষ্ট দেয়াল। সংকীর্ণ সড়কে অপ্রত্যাশিত এ বিস্ময় দেখা যায়। রীতিনীতিগত হোটেল, ক্যাফে, বৈশিষ্ট্যময় থিয়েটার আপনার চোখে পড়তে পারে। এখানে আপনি পছন্দমতো নানা চারুকলা দেখতে পাবেন।

এ সড়ককে রূপান্তরকারী ডিজাইনার জানান, ইয়োং ছিং সড়ককে রূপান্তর করতে প্রতি বর্গমিটারে ১০ হাজার ইউয়ান খরচ হয়েছে। তবে সংস্কারের পর এখানকার ভাড়া বেড়েছে ১০০ শতাংশ, যা সামাজিক ও আর্থিক স্বার্থ অর্জন করেছে। একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ইয়োং ছিং সড়কের সংস্কারকে কপি করা যায় এবং হালনাগাদ করা যায়। পুরানো সিটি'র ক্রুটি সংশোধন করে সম্ভাবনায় রূপান্তর করে একে আরও প্রাণচঞ্চল করার লক্ষ্য বাস্তবায়িত হয়েছে।

এ সড়কের পুরানো স্থাপনা মেরামত করলেও তার বাইরের চেহারা পরিবর্তন হয় নি। কেবল সাজানো-গোছানোর কাজ উন্নত করা হয়েছে। যার ফলে লিং নান অঞ্চলের স্থাপত্যে সামগ্রিক বৈশিষ্ট্যময় চেহারা দেখা যায়। নতুন ও পুরানো বৈশিষ্ট্যের স্থাপনা আরও সুন্দর হয়ে ওঠে।

ইয়োং ছিং সড়কে প্রথমবার মেরামতের পর দ্বিতীয় মেরামতের কাজও শুরু হয়। এবারে মোট ১০৭ কোটি ইউয়ান বিনিয়োগ করা হবে। সংস্কারের আয়তন প্রথমবারের চেয়ে দশগুণ বেড়েছে।

পুরানো শহরের অধিবাসীরা আরও সুন্দর ও আরামদায়ক পরিবেশে সুন্দর ও সুষম জীবন কাটাচ্ছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040