"আমাদের সিল্ক রোড" অনলাইন ফটোগ্রাফি প্রদর্শনী ইসরাইলে অনুষ্ঠিত
  2020-07-07 18:12:02  cri
"আমাদের সিল্ক রোড" অনলাইন চীনা ও বিদেশি ফটোগ্রাফিক আর্ট প্রদর্শনী ২৯ জুন ইসরাইলে অনুষ্ঠিত হয়, দর্শকরা ঘরে বসে আলো ও ছায়ার অপূর্ব মুহূর্তগুলি উপভোগ করেছেন। "এক অঞ্চল, এক পথ" বরাবর দেশগুলির মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সাংস্কৃতিক একীকরণের জ্বলন্ত দৃশ্যগুলো উপভোগ করেছেন তারা।

এই প্রদর্শনী এক মাস ধরে চলবে। চীনা সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং ইসরাইলের তেল আভিভ চীনা সংস্কৃতিকেন্দ্রের যৌথ উদ্যোগে "পঞ্চম ওয়ার্ল্ড ফটোগ্রাফি সম্মেলন" থেকে নির্বাচিত মোট ৬০টি অসাধারণ কাজ এতে প্রদর্শন করা হয়। তেল আভিভ চীনা সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক থাও ছেন এক সাক্ষাত্কারে সিনহুয়া নিউজ এজেন্সিকে বলেন, প্রদর্শনীটি "আমাদের স্বদেশ", "আমাদের ভ্রমণ", "আমাদের মুখ"সহ ৮টি থিমে বিভক্ত। প্রাকৃতিক দৃশ্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং রেশমপথ বরাবর দেশ ও জাতির উন্নত জীবনের জন্য মানুষের আকাঙ্ক্ষা এতে প্রদর্শিত হয়েছে।

থাও ছেন বলেন, নভেল করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের সময়ে সাংস্কৃতিককেন্দ্র রেশমপথ থিম প্রদর্শনীটি চালু করেছে; যা শৈল্পিক দৃষ্টিকোণ থেকে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের চেতনা তুলে ধরে। আশা করা যায়, এ প্রদর্শনীটি দেশের সব মানুষকে বিভিন্ন সংস্কৃতি বোঝার ও উপলব্ধি করার ক্ষমতা বাড়াবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040