প্রেসিডেন্ট সি'র কথার মাধ্যমে চীনা ভাষা ও সংস্কৃতি শিখা---মৌলিক আকাঙ্ক্ষা ভুলে যাবেন না
  2020-07-06 14:35:11  cri

চীনা সংস্কৃতি বেশ গভীর ও ব্যাপক অর্থবোধক এবং এর দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রাচীন চীনারা অসংখ্য চমত্কার প্রবন্ধ ও কবিতা রচনা করেছিলেন। এসব প্রবন্ধ ও কবিতার মাধ্যমে আমরা চীনের ইতিহাস ও প্রাচীন সংস্কৃতি সম্পর্কে জানতে পারি, প্রাচীন চীনাদের অসাধারণ চিন্তাধারা বুঝতে পারি। এসব অসাধারণ চিন্তাধারার ভিত্তিতে চীন একটি বড় দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং হাজার বছর ধরে উন্নত হচ্ছে। এতে রয়েছে দেশ প্রশাসনের জ্ঞান ও দর্শন, যা বর্তমান রাষ্ট্র গঠন, ব্যবস্থাপনা ও উন্নয়নে চীনা নেতাদের অনেক অনুপ্রেরণা দিয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন অনুষ্ঠানে অনেকবার প্রাচীন বিভিন্ন উদ্ধৃতি দিয়েছেন এবং এসব কথার মাধ্যমে তার দেশ প্রশাসনের চিন্তাধারা ও চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র ব্যাখ্যা করেছেন।

বন্ধুরা, এ সপ্তাহ থেকে সহজ চীনা ভাষা অনুষ্ঠানে নিয়মিতভাবে চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের পাঠ শেখানোর পাশাপাশি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ কথার মধ্য দিয়ে চীনা ভাষা শেখানোর চেষ্টা করবো, চীনের ঐতিহ্যগত সংস্কৃতি ও চেতনা তুলে ধরবো এবং চীনা নেতাদের দেশ প্রশাসনের ধারণা তুলে ধরবো। আশা করি, এই বিশেষ আয়োজনের মাধ্যমে চীন দেশ সম্পর্কে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এবং এ অনুষ্ঠান পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা কি জানেন? পয়লা জুলাই হলো চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) জন্মদিন! ৯৯ বছর আগে চীনের কমিউনিস্ট পার্টি শাংহাই ও চিয়াংসিং'র নানহুতে প্রতিষ্ঠিত হয়। তখন সিপিসিতে মাত্র ৫০জন সদস্য ছিল। তবে বর্তমানে এ সংগঠনের সদস্য নয় কোটিরও বেশি এবং এটি বিশ্বের বৃহত্তম পার্টি। সিপিসি কীভাবে বিভিন্ন বিপদ-আপদ মোকাবিলা করেছে? কেন এত মানুষের স্বীকৃতি ও সমর্থন পেয়েছে? চীনা প্রেসিডেন্ট সি চিন পিং অনেকবার একটি কথা বলেছেন, তা হলো: 不忘初心,牢记使命অর্থাত মৌলিক আকাঙ্ক্ষা ভুলে যাবেন না এবং দৃঢ়ভাবে নিজের মিশন মনে রাখবেন।

প্রেসিডেন্ট সি'র এই কথা আসলে প্রাচীন চীনের থাং রাজবংশের বিখ্যাত কবিতা পাই চু ই'র একটি প্রবন্ধের বক্তব্য। মূল কথাটি হলো- মৌলিক আশা আকাঙ্ক্ষা ভুলে না-গিয়ে অবশেষে আসল ইচ্ছা ও প্রত্যাশা পূরণ করতে হবে। পাই চু ই'র এই কথাটি চীনের ঐতিহ্যবাহী কনফুসিয়ান সংস্কৃতির চেতনা। কনফুসিয়ান সংস্কৃতির এই বক্তব্য মানুষ গঠনের ভিত্তি। এটি শুধু মানুষের জন্যই নয়, একটি দেশ বা দলের জন্যও প্রযোজ্য।

সিপিসি'র মৌলিক আকাঙ্ক্ষা ও মিশন হচ্ছে চীনা জনগণের সুখী জীবন ও চীনা জাতির পুনরুত্থানের পথ। প্রেসিডেন্ট সি বলেন, এই আকাঙ্ক্ষা ও মিশন হলো সিপিসি'র উন্নয়নের চালিকাশক্তি। বছরের পর বছর ধরে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যরা এই মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে মহান মিশন বাস্তবায়নের জন্য কঠোর চেষ্টা চালিয়েছে এবং অব্যাহতভাবে চেষ্টা করছে।

এই কথা শুধু পার্টি বা দেশের জন্যই নয়, সাধারণ মানুষের জন্যও অনুপ্রেরণাদায়ক। মানুষের যে কোনো কাজের লক্ষ্য বাস্তবায়নের প্রক্রিয়ায় মৌলিক আকাঙ্ক্ষা মনে রাখলে আরো দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ বা প্রত্যাশা সম্পন্ন করতে পারবে। আশা করি প্রেসিডেন্ট সি'র এ কথা থেকে আপনারা সিপিসি ও চীনা ঐতিহ্যগত সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন ও অনেক অনুপ্রেরণা পাবেন।

初心chū xīn মৌলিক আস্থা বা আকাঙ্ক্ষা

忘记wàng jì ভুলে যাওয়া

不忘初心 bú wàng chū xīn মৌলিক আস্থা বা আকাঙ্ক্ষা ভুলে যাবেন না

牢记láo jì গভীরভাবে মনে রাখা

牢记使命 láo jì shǐ mìng মিশন গভীরভাবে মনে রাখা

牢记教训 láo jì jiào xùn ব্যর্থতার অভিজ্ঞতা গভীরভাবে মনে রাখা

实现 shí xiàn বাস্তবায়ন করা/সম্পন্ন হওয়া

实现愿望 shí xiàn yuàn wàng প্রত্যাশা পূরণ

实现目标 shí xiàn mù biāo লক্ষ্য বাস্তবায়ন করা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040