বন্ধুরা, শুনছিলেন লি স্যিন রংয়ের কন্ঠে 'তোমার হাসি খুব সুন্দর' শীর্ষক গান। ২০১৭ সালের অক্টোবরে সে নিজের প্রথম গান প্রকাশ করে। ২০১৮ সালের জানুয়ারি মাসে আরো দু'টি গান প্রকাশ করে। ২০১৮ সালের মার্চ মাসে সে কার্টুনের থিম সংয়ে কণ্ঠ দেয়। ২০১৮ সালের এপ্রিল মাসে সে পুনরায় নতুন গান প্রকাশ করে। এখন শোনাবো তার কন্ঠে 'আমার তোমাকে ধন্যবাদ জানানোর কথা শুনবে' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। লি স্যিন রংয়ের বাবা গানটির সুর রচনা করেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন লি স্যিন রংয়ের কন্ঠে 'আমার তোমাকে ধন্যবাদ জানানোর কথা শুনবে' শীর্ষক গান। ২০১৮ সালের জুন মাসে তার কন্ঠে শিশুগল্প পড়ার অ্যালবাম প্রকাশ হয়। একই বছরের অগাষ্ট মাসে সে নতুন গান প্রকাশ করে। ২০১৮ সালের অক্টোবরে সে কবিতা পড়ার অ্যালবাম প্রকাশ করে। ২০১৮ সালে সে ই-কমার্স প্ল্যাটফর্মের শপিং উত্সবের থিম সংয়ে কণ্ঠ দেয়। এখন শোনাবো তার কন্ঠে 'পেপি পেপি' শীর্ষক গান। লি স্যিন রংয়ের বাবা গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। তার পরিবারের তিন জন একসঙ্গে গানটি গেয়েছেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন লি স্যিন রংয়ের কন্ঠে 'পেপি পেপি' শীর্ষক গান। ২০১৯ সালে সে পাঁচটি সংগীত এবং চারটি কবিতা পড়ার অ্যালবাম প্রকাশ করে। ২০২০ সালে এ পর্যন্ত সে মোট ছয়টি সংগীত প্রকাশ করে। এখন শোনাবো তার কন্ঠে 'তুমি থাকলে সুখ লাগে' শীর্ষক গান। গানটি ২০১৯ সালের নভেম্বরে রিলিজ হয়। গানটির সুর তার বাবা রচনা করেন। গানটিতে বলা হয়েছে: আমি একটি গাছ দেখেছি। আমি সন্ধ্যা এবং সূর্যোদয় দেখেছি। আমার জীবনে তুমি রয়েছো। তুমি সবসময় আমার কাছে থাকো। বহু দূরের ভ্রমণে তোমার সঙ্গে যাবো।
চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন লি স্যিন রংয়ের কন্ঠে 'তুমি থাকলে সুখ লাগে' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তার কন্ঠে 'আমাকে আলিঙ্গন দাও' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। তার বাবা গানটির সুর রচনা করেন। গানটিতে বলা হয়েছে: আকাশে মেঘ কতো সুন্দর। বাতাসে ঘাস দুলছে। শহর ও গ্রামে গিয়েছিলাম। আমাদের স্বপ্ন দৌড়াচ্ছে। তোমার সঙ্গে যাবো। আমার শৈশব। আমার সুন্দর শৈশব। যে ভাবনাহীন সময়। আমি কখনো ভুলে যেতে পারবো না।
চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন লি স্যিন রংয়ের কন্ঠে 'আমাকে আলিঙ্গন দাও' শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সুখ পুতুল' শীর্ষক গান। গানটি ২০১৫ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: সূর্য উষ্ণ, আবহাওয়া কতো সুন্দর। তোমাকে একটি হাসি উপহার দেই। পাশাপাশি সূর্যালোক ভরপুর, ভরপুর ফুলের সুগ্ধ। সুখ তোমার কাছে থাকে। সুখ পুতুল তোমাকে সুখ দেয়। প্রতিদিন সুন্দর সময়। সুখ পুতুল তোমাকে সুখ দেয়। খুশি দেয়, সুখ দেয় এবং সুস্থতা দেয়।
চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)