রয়টার্সের খবর অনুসারে, দীর্ঘকাল ধরে ভারত চীনের সরঞ্জামের ওপর নির্ভর করে বিদ্যুত্ উত্পাদন ও পরিবহন করে আসছে। এতে জনগণ সুলভে বিদ্যুতের সরবরাহ পাচ্ছিল। এখন বিদ্যুত্ মন্ত্রণালয়ের এই ঘোষণায় কোনো কোনো ভারতীয় কোম্পানি উপকৃত হলেও, দীর্ঘমেয়াদে সেদেশে বিদ্যুতের দাম বেড়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে, ইন্ডিয়া এক্সপ্রেস পত্রিকার সূত্র থেকে জানা গেছে, সোশাল মিডিয়া প্লাটফর্মের অনেক ভারতীয় উদ্যোক্তা চীনা মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হবেন। তা ছাড়া, অনেক অ্যাপ্লিকেশন-কোম্পানি ভারতে কার্যালয় স্থাপন করেছে এবং ভারতীয়দের সেখানে নিয়োগ দিয়েছে। এসব অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার ফলে হাজার হাজার লোক বেকার হবে।
বিবিসি কোনো কোনো বিশ্লেষণের বরাত দিয়ে জানিয়েছে, বর্তমানে ভারত মহামারী ও পঙ্গপালের প্লেগসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় ভারতীয় সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে যে উস্কানিমূলক আচরণ করছে, তার উদ্দেশ্য হলো জনগণের দৃষ্টি অন্যদিকে সরানো। (লিলি/আলিম/শুয়ে)