জুলাই ৩: গতকাল (বৃহস্পতিবার) ভারতীয় গণমাধ্যম জানায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে টানা কয়েক দিনের মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মারা গেছে অন্তত ৩৪জন।
মুষলধারে বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বাঁধ, সেতু ও রাস্তাগুলো এতে নষ্ট হয়েছে। দুই হাজারেরও বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এবং ৭০ হাজার হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাম রাজ্যের ৩৩টি এলাকার মধ্যে ২২টি এলাকার মোট ১৬ লাখ মানুষ দুর্গত হয়েছে।
(শিশির/তৌহিদ/রুবি)