রোববারের আলাপন-200705
  2020-09-19 19:33:47  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

বাংলাদেশের তথ্যমাধ্যম ইউএনবি-র খবরে জানা গেছে, যদি চীন কোভিড-১৯ টিকা সাফল্যের সাথে উদ্ভাবন করতে পারে, তবে বাংলাদেশ তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর ইয়ান হুয়া লোং ইউএনবি'র সাংবাদিককে বলেন, "অবশ্যই, বাংলাদেশ হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু এবং বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে।"

তিনি বলেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করছে।

তিনি আরও বলেন, কোভিড-১৯ টিকা গবেষণা ও উন্নয়নে চীনের পাচঁটি কম্পানি কাজ করছে।

উল্লেখ্য, সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্যকার্যালয়ের প্রকাশিত 'কোভিড-১৯ প্রতিরোধে চীনের কার্যক্রম' শীর্ষক শ্বেতপত্র অনুযায়ী, গত ৩১ মে পর্যন্ত চীন ২৭টি দেশে ২৯টি চিকিত্সকদল পাঠিয়েছে এবং ১৫০টি দেশ ও ৪টি আন্তর্জাতিক সংস্থাকে বিভিন্নভাবে সাহায্য করেছে বা করছে।

বড় ভাই, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?

আলিম:...

আকাশ: সম্প্রতি দুই সপ্তাহের জন্য বাংলাদেশে অবস্থানের সময় করোনাভাইরাস মোকাবিলার পরিস্থিতি নিয়ে জনৈক চীনা বিশেষজ্ঞ জানান, কোভিড-১৯ মহামারী ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সংশ্লিস্ট গাইডলাইনসহ বাংলাদেশের সমাজের নানা স্তরের লোকজনের সচেতনতার অভাব। এ ছাড়া দেশে যথেষ্ট নমুনা পরীক্ষা, কোয়ারেন্টিন ও চিকিত্সাও নেই। ২২ জুন চিকিত্সকদলটি চীনে ফিরে আসে। এব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?

আলিম: ...

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040