সিপিসি'র নেতৃত্বে চীনের জনগণ দারিদ্র্য ও মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছে: পাকিস্তানের সাবেক রাজনীতিবিদ
  2020-07-02 15:53:14  cri

জুলাই ২: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি প্রতিষ্ঠার ৯৯তম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (বুধবার) চীনে নিযুক্ত পাকিস্তানের সাবেক প্রযুক্তি ও শিক্ষা কাউন্সিলর জমির আওয়ান চায়না মিডিয়া গ্রুপে (সিএমজি) দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে সিপিসি সবসময় জনগণের সুখী জীবন অনুসন্ধান করাকে নিজের দায়িত্ব হিসেবে বিবেচনা করেছে।

সিপিসি'র নেতৃত্বে প্রায় ৮০ কোটি চীনা মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে; যা জাতিসংঘের দারিদ্র্যমোচনের মিলেনিয়াম ডেভেলপমেন্ট লক্ষ্য বাস্তবায়নে বড় ভূমিকা পালন করেছে। পাশাপাশি, মহামারী প্রতিরোধে সিপিসি জনগণের জীবন ও নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে এবং এজন্য আর্থিক স্বার্থ ত্যাগ করেছে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040